কক্সবাজারে নবনিযুক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মাহবুব আলম তালুকদার টেকনাফের রোহিঙ্গা শিবির এবং এনজিও সংস্থার কার্যক্রম পরিদর্শন করেছেন।
সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা অধদিফতরের পরিচালক (যুগ্মসচিব) এবং কক্সবাজারে নবনিযুক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মাহবুব আলম তালুকদার টেকনাফের ২৬নং শালবাগান রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন।
শালবাগান শিবিরের ইনচার্জ মো. খালেদ, নয়াপাড়া শিবিরের ইনচার্জ আবদুল হান্নান, এনজিও সংস্থা অক্সফার্মের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় তিনি শিবিরের ইনচার্জের কার্যালয়, অক্সফার্মের ওয়াটার প্লান্টসহ বিভিন্ন এনজিও সংস্থার কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট সার্বিক পরিবেশ-পরিস্থিতির খবর নেন। এরপর তিনি কক্সবাজারের উদ্দেশ্যে ক্যাম্প ত্যাগ করেন।
বাংলাদেশ সময়: ১৫:০৫:০০ ১৬৬ বার পঠিত