সফর শেষে নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র অভিযান’র ভারতের উদ্দেশ্যে কলম্বো ত্যাগ

প্রথম পাতা » আন্তর্জাতিক » সফর শেষে নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র অভিযান’র ভারতের উদ্দেশ্যে কলম্বো ত্যাগ
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯



---

শ্রীলংকায় তিন দিনের প্রশিক্ষণ সফর শেষে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘সমুদ্র অভিযান’ আজ মঙ্গলবার দুপুরে ভারতের উদ্দেশ্যে কলম্বো নৌ জেটি ত্যাগ করেছে।
জেটি ত্যাগের প্রাক্কালে শ্রীলংকা নৌবাহিনীর পশ্চিমাঞ্চল এরিয়ার সু-স্বজ্জিত বাদক দল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে বিদায় জানায়।
শ্রীলংকান নৌবাহিনীর পশ্চিমাঞ্চল এরিয়ার প্রতিনিধি ও কলম্বোতে নিয়োজিত বাংলাদেশ হাই কমিশনের প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
জাহাজটি আগামী ১৪ সেপ্টেম্বর ভারতের বিশাখাপত্তমে পৌঁছবে বলে আশা করা যায়। সেখানে ১৪ সেপ্টেম্বর হতে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে।
শ্রীলংকা প্রশিক্ষণ সফর উপলক্ষে ৯ সেপ্টেম্বর বানৌজা ‘সমুদ্র অভিযান’ ও শ্রীলংকায় নিয়োজিত বাংলাদেশে হাই কমিশন জাহাজে শ্রীলংকান নৌবাহিনীর সম্মানে এক নৈশ ভোজের আয়োজন করেন। নৈশ ভোজে প্রধান অতিথি হিসেবে শ্রীলংকান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব জেনারেল এসএইচএস কোট্টিগোদা (অব) উপস্থিত ছিলেন। এদিন সন্ধ্যায় শ্রীলংকা নৌবাহিনীর পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রীলংকার চিফ অফ ডিফেন্স স্টাফ, শ্রীলঙ্কা নৌবাহিনীর কমান্ডার এবং এয়ার ফোর্সের বিমান অধিনায়ক এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়া শ্রীলংকায় অবস্থিত বিভিন্ন দেশের ডিফেন্স এডভাইজারগণ এতে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি একটি কেক কাটেন। বানৌজা ‘সমুদ্র অভিযান’ জাহাজের অধিনায়ক কমান্ডার এম জহিরুল ইসলাম এধান অতিথিকে জাহাজের পক্ষ থেকে একটি শুভেচ্ছা স্মারক উপহার দেন।
একই দিন দুপুরে শ্রীলংকায় নিয়োজিত বাংলাদেশ হাই কমিশনার কমান্ডার এস আসলাম পারভেজ (তাজ) বানৌজা সমুদ্র অফিযান পরিদর্শন করেন।
এ সফরকালে শ্রীলংকা নৌবাহিনীর জুনিয়র অফিসাররা বানৌজা সমুদ্র অভিযান পরিদর্শন করেন। এছাড়া বানৌজা সমুদ্র অভিযান এর অধিনায়ক শ্রীলংকার পশ্চিমাঞ্চাল নৌ কমান্ডার রিয়ার এডমিরাল সুমিত ওয়েরা সিংহ এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।
৮ সেপ্টেম্বর শ্রীলংকা নৌবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর দলের মধ্যে এক প্রীতি বাস্কেটবল খেলা কলম্বোর গুনুমু বেস-এ অনুষ্ঠিত হয়। এতে শ্রীলংকা নৌবাহিনী দল ২৪-১৯ পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনী দলকে পরাজিত করে।
গত ১ সেপ্টেম্বর নৌবাহিনীর প্রশিক্ষণার্থী, কর্মকর্তা, ক্যাডেট, নাবিকসহ বিভিন্ন মন্ত্রণালয়/বাহিনী/সংস্থা হতে মোট ২৫৭ জন সদস্য নিয়ে বানৌজা সমুদ্র অভিযান চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করে।

বাংলাদেশ সময়: ২১:৫৭:১০   ২৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ