শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত বৌদ্ধ ধর্মালম্বীদের বার্ষিক একটি উৎসব উপলক্ষে আয়োজিত বিশেষ নাটকের হাতি ক্ষেপে গিয়ে আক্রমণ করে বসে দর্শনার্থীদের। এতে ১৮ জন আহত হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
শনিবার কলম্বোতে বৌদ্ধদের বার্ষিক ধর্মীয় উৎসব ছিল। প্রতি বছর এ উৎসবে বিশেষ নাটকের আয়োজন করা হয়। এসব নাটকে বিশাল সব হাতিকে স্বর্ণালংকারে সজ্জিত করে নিয়ে আসা হয়। লঙ্কানদের কাছে হাতি ঐতিহ্যগতভাবেই বিশেষ মর্যাদা পেয়ে থেকে। অনেক বৌদ্ধমন্দির তাদের নিজেদের হাতি রাখে।
উৎসবের এসব বিশাল হাতি দেখতে দেশি-বিদেশি বহু দর্শনার্থী ভীড় জমায়। সেদিনও ব্যতিক্রম ঘটেনি। কিন্তু, হঠাৎই একটি হাতি ক্ষেপে গিয়ে দৌড় দেয়। উপস্থিত সবাই ভীত-সন্ত্রস্ত হয়ে এদিক-ওদিক দৌড়তে থাকে। এসময় হাতির পায়ের নিচে পড়ে আহত হয় অনেকে।
স্থানীয় দুটি হাসাওপাতাল থেকে সোমবারে জানানো হয়, হাতির পায়ের নিচে পড়ে ১৮ জন আহত হয়েছে। চিকিৎসা শেষে ১৬ জন বাড়ি ফিরে গেছেন। দুজনের চিকিৎসা এখনও চলছে।
বাংলাদেশ সময়: ২২:১১:২৯ ২৭৩ বার পঠিত