ভারতের ঐতিহ্যবাহী সুব্রত কাপ ফুটবলের মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) দলটি এখন দেশের পথে। তিনদিন আগে শুরু হয়েছে ছেলেদের অনূর্ধ্ব-১৭ বিভাগের খেলা। সেখানেও চলছে বিকেএসপির দাপট।
দিল্লির আম্বেদকার স্টেডিয়ামে প্রথম তিন ম্যাচেই বড় ব্যবধানে জিতেছে বিকেএসপির কিশোর ফুটবলাররা। প্রথম ম্যাচে ৬-০ ও দ্বিতীয় ম্যাচে ১১-০ গোলে জয়ের পর আজ (বুধবার) সকালে উড়িষ্যার একটি দলকে ৭-০ ব্যবধানে হারিয়েছে হাসান আল মাসুদের শিষ্যরা।
ম্যচের পর দিল্লি থেকে বিকেএসপি দলের কোচ হাসান আল মাসুদ জানিয়েছেন, তৃতীয় ম্যাচেও দারুণ খেলেছে তার দল। টানা তিন ম্যাচে হ্যাটট্রিক করেছে হাবিব। আজ অন্য চার গোল করেছে জনি, তৌহিদুল, মোরসালিন ও তাহসিন।
বাংলাদেশ সময়: ১৫:০৫:৩৭ ৩৩৬ বার পঠিত