গাজীপুরে অজ্ঞান পার্টির ৪ সদস্য আটক

প্রথম পাতা » গাজীপুর » গাজীপুরে অজ্ঞান পার্টির ৪ সদস্য আটক
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯



---

গাজীপুরে অজ্ঞান পার্টির চার সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার রাতে মহানগরীর কোনাবাড়ি নছর মার্কেট এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-১ এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ১টি চাপাতি, ২টি চাকু, অজ্ঞান করার কাজে ব্যবহৃত ১০টি মলম, ৪টি মোবাইল ফোন ও নগদ ৬৭০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- মো. জাহাংগীর আলম (৩৩), মো. রনি মিয়া (৩৭), মো. ফজিবর মিয়া (১৯) ও মো. মানিক মিয়া (২০)। তারা নগরীর বিভিন্ন এলাকায় বসবাস করে।

র‌্যাব-১ এর গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোনাবাড়ী থানার নছের মার্কেট জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে সংঘবদ্ধ অজ্ঞান পার্টির চার সদস্যকে আটক করা হয়। এরা ছিনতাই করার উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিল।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা র‌্যাবকে জানিয়েছে, তারা গাজীপুর জেলার অজ্ঞান পার্টির প্রধান। তাদের কাছ থেকে জেলার ছিনতাই ও অজ্ঞান পার্টির অন্যান্য সদস্যরা এ কাজে ব্যবহৃত মলম ক্রয় করে। তারা দীর্ঘদিন ধরে গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রীসহ প্রাইভেটকার ও মোটরসাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটরসাইকেল, গাড়ি, টাকা-পয়সা, মোবাইল ফোন, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করত।

বাংলাদেশ সময়: ১৫:০৮:৪৩   ২৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


উৎপাদনশীলতা দ্বিগুণ করতে আরো উন্নত জাতের ধান উদ্ভাবন করতে হবে - কৃষিমন্ত্রী
রাজধানীর আরব আমিরাত ভিসা সেন্টারে এসি বিস্ফোরণ, নিহত ১
কালিয়াকৈরে আগুনে পুড়ে নিহত চার, অর্ধ শতাধিক ঘর পুড়ে ছাই
মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৬ মার্চ - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
গাজীপুরে অজ্ঞান পার্টির ৪ সদস্য ও ৩ ছিনতাইকারী আটক
কালিয়াকৈরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সহযোগিতার আশ্বাস দিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কায় এসআই নিহত
গাজীপুরের কালিয়াকৈরে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১
কালিয়াকৈরে ভুয়া র‌্যাব সদস্যসহ আটক ২
বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আর্কাইভ