ধর্ম প্রতিমন্ত্রী ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, ‘এ বছর যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবরদান উৎসব ২০১৯ উদযাপন করা হবে।’ বুধবার বিকালে নিজ সচিবালয় কার্যালয়ে অনুষ্ঠিত বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ৮৪তম বোর্ড সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘এ বছর যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসব ২০১৯ উদযাপন করা হবে। এ লক্ষ্যে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টিসহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়সমূহের কল্যাণ ও নিরাপত্তা বিধানের মাধ্যমে বাংলাদেশকে আমরা একটি আদর্শ ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে আমরা সকলকে নিয়ে যে কোন মূল্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে যাব।’
সভায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসব- ২০১৯ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এক কোটি টাকার বিশেষ অনুদান বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সভায় ২০১৯-২০২০ অর্থ বছরে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ১ কোটি ২৭ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়। এছাড়াও সভায় ট্রাষ্টের নতুন জনবল কাঠামোর অনুমোদন প্রদান ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট থেকে ইংরেজি ও বাংলা ভাষায় প্রকাশিত পুস্তিকার মোড়ক উন্মোচন করা হয়।
সভায় সম্প্রতি উখিয়ায় সংগঠিত ৪ জন বৌদ্ধ ধর্মাবলম্বীর নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। ইতোপূর্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। সভায় ঘটনাস্থল পুন-পরিদর্শন করে সমবেদনা জ্ঞাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাসন্তী চাকমা, ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষন বড়ুয়া, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মো. আনিছুর রহমান, ট্রাস্টি দয়াল কুমার বড়ুয়া, মং ক্য চিং চৌধুরী, খে মংলা রাখাইন, অ্যাড. দিপংকর বড়ুয়া পিন্টু, ডালিম কুমার বড়ুয়া উপস্থিত ছিলেন। পাশাপাশি বিশেষ আমন্ত্রণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (সংস্থা) মু. আ. হামিদ জমাদ্দার এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব জয়দত্ত বড়ুয়া সভায় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১:৩৩:৫৯ ১৩০ বার পঠিত