উপদেশ দেওয়ার যোগ্যতা সবার থাকে না, মোদী-শাহকে কটাক্ষ মমতার

প্রথম পাতা » আন্তর্জাতিক » উপদেশ দেওয়ার যোগ্যতা সবার থাকে না, মোদী-শাহকে কটাক্ষ মমতার
বুধবার, ২ অক্টোবর ২০১৯



---

মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজ্য সরকার আয়োজিত অনুষ্ঠানে একযোগে বিজেপি নেতাদের বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মেয়ো রোডের এই অনুষ্ঠানে মমতা বলেন অনেক নেতাই এসে বড়সড় ভাষণ দেন৷ উপদেশ শোনা যায়৷ কিন্তু এ রাজ্যে কারোর উপদেশের দরকার নেই৷

মমতার দাবি সবার উপদেশ দেওয়ার যোগ্যতা থাকে না৷ তাই সেইসব উপদেশ মেনে চলার দরকারও নেই৷ নেতা হিসেবে তাঁদেরই মানা উচিত, যারা নিজেদের ছাপ রেখেছেন জনমানসে৷ মহাত্মা গান্ধী, নেতাজী সুভাষচন্দ্র বসুর মত নেতাকে পেয়েছে দেশ৷ গান্ধীর অহিংস চিন্তাধারা, পরিষ্কার চিন্তাধারা দেশকে সঠিক পথে চলতে সাহায্য করেছে৷

মেয়ো রোডে রাজ্য সরকারের গান্ধী স্মরণ অনুষ্ঠানে মমতা এদিন বলেন গান্ধীজির ভাবমূর্তি দেশকে শান্তি যুগিয়েছে৷ সম্প্রীতির ভাবধারায় চলতে উদ্বুদ্ধ করে৷ তাই সেই পথেই হাঁটবে রাজ্য সরকার৷ শান্তির জন্য লড়াই চলবে বলে এদিন জানিয়ে দেন মমতা৷ তিনি বলেন মহাত্মা গান্ধীর দেখানো পথেই চলব৷ কারোর কথা শুনব না৷

মঙ্গলবারই কলকাতায় আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ এদিন মমতাকে কটাক্ষ করে অমিত শাহ বলেন কমিউনিস্টরা বেআইনি অনুপ্রবেশকে প্রশ্রয় দিয়েছে৷ মমতাদি তখন সরব হয়েছেন৷ কিন্তু এখন তিনি একই কাজ করছেন৷ শুধু ভোটব্যাংক অটুট রাখার জন্য৷

২০২১ সালে বিজেপি ক্ষমতায় এলে অসমের মতো এরাজ্যেও NRC জারি করা হবে৷ NRC নিয়ে বিজেপির যা বক্তব্য, তা পরিষ্কার করে দিয়ে গিয়েছিলেন অমিত শাহ৷ লোকসভা নির্বাচনের প্রচারে এসে তিনি বলে গিয়েছেন, ভারত ভাগ হয়েছিল ধর্মীয় কারণেই৷ তাই প্রতিবেশি দেশ থেকে আসা মানুষদের অনুপ্রবেশকারী এবং শরণার্থী – এই দুই ভাগে ভাগ করতে চায় বিজেপি৷ সেই সঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন অমিত৷ নাগরিকত্ব বিল নিয়ে সংসদে তার অবস্থান কী হবে তা জানতে চেয়েছিলেন অমিত৷

এর আগে মমতা ট্যুইট করেন, অঘোষিত জরুরি অবস্থা চলছে দেশে৷ কোনও মানুষ এখানে সুরক্ষিত নন৷ বিরোধিতা করলেই মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে৷ কোনও কারণ ছাড়াই বিরোধী নেতাদের গৃহবন্দি করা হচ্ছে, জোর খাটানো হচ্ছে৷ এই পদ্ধতি কোনও সুস্থ গণতান্ত্রিক দেশে চলতে পারে না৷

একাধিকবার মোদী সরকারের কড়া সমালোচনা করতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ গেরুয়া শিবিরের বিরুদ্ধে বেশ কয়েকবার আক্রমণ শানিয়েছেন তিনি৷ তাঁর সুরেই কথা বলতে শোনা গিয়েছে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব, আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে৷

বাংলাদেশ সময়: ২২:০২:৫৫   ২৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ