লক্ষ্মীপুরে পেঁয়াজের দাম বেশি রাখায় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নির্ধারিত মূল্যের বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় এসব দোকানিকে ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল বুধবার দুপুরে লক্ষ্মীপুর শহরের চকবাজারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিল এ অভিযান পরিচালনা করেন।
এ সময় পেঁয়াজের অতিরিক্ত দাম রাখায় ও মূল্য তালিকা না থাকার কারণে পেঁয়াজের আড়ত সোনালি স্টোরকে ২৫ হাজারসহ মোট চারটি প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিল জানান, প্রশাসনের পক্ষ থেকে পেঁয়াজের পাইকারি মূল্য ৬৮ টাকা ও খুচরা মূল্য ৭০ টাকা নির্ধারণ করা হলেও চকবাজারে এসে দেখি কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দরে পেঁয়াজ বিক্রি করছেন।
বাজারের কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে পেঁয়াজ বিক্রি করছিলেন বলে জানান ইউএনও শফিকুর রিদোয়ান।
তিনি বলেন, নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত দাম নিলেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে একই দিনে বরিশাল নগরীর পেঁয়াজপট্টিতে তিনটি আড়তে অভিযান চালিয়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিসা আহাম্মেদ ও আসমা জাহান সরকারের নেতৃত্বে নগরীর পেঁয়াজের আরতগুলোতে অভিযান চালায়।
বাংলাদেশ সময়: ১৩:৫২:২৫ ১৬৪ বার পঠিত