কুষ্টিয়ার মিরপুর থানায় ৩ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুটি আলোচিত মামলা দায়ের হয়েছে। মামলা নং যথাক্রমে ৩ ও ৪। অন্যটি ৪র্থ শ্রেণির শিক্ষার্থীকে মাঠে ছাগল চরানোর সময় প্রতিবেশী নানা ও নাতী কর্তৃক যৌন হয়রানির ঘটনা।
৩ নং মামলার একমাত্র আসামির নাম ভাষা (৩৮)। ভাষা গত ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর নিজ শিশু সন্তান বহুল আলোচিত সাবিহা (৬) ধর্ষণের পর হত্যা মামলার বাদী। বাদী ভাষা এবার নিজ এলাকার ৭ম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে অপহরণের পর ধর্ষণ করার অভিযোগে আসামি হয়েছে। ভাষা উপজেলার আমলা ইউনিয়নের মিটন গ্রামের ট্যাংগর আলীর ছেলে।
অন্যদিকে ৪নং মামলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১১) যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার শিকার ছাত্রীর বাড়ি উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের ক্যানেল পাড়ায়। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী।
ওই স্কুলছাত্রীর দাদা মহসিন শাহ বলেন, ‘মঙ্গলবার দুপুরে আমার নাতনী স্থানীয় ভাঙাবটতলা নামক মাঠে ছাগল রাখতে গেলে একই এলাকার মৃত আরশেদ সরদারের ছেলে মালেক (৬৫) ও মকছেদের ছেলে শফিকুল (৩০) যৌন নির্যাতন করে।’
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম উভয় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
৭ম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণ মামলার আসামি ভাষাকে (৩৮) পুলিশ আটক করলেও ৪র্থ শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানির মামলায় দুই যৌন নিপীড়নকারীকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।
বাংলাদেশ সময়: ২১:১৫:৩০ ২১১ বার পঠিত