ফতুল্লায় শিল্পপতিদের ক্লাবে জুয়ার বোর্ড, সভাপতি গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় শিল্পপতিদের ক্লাবে জুয়ার বোর্ড, সভাপতি গ্রেফতার
শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯



---

শিল্পাঞ্চল ফতুল্লায় ‘শিল্পপতিদের ক্লাব’ নামে খ্যাত দি ইউনাইটেড অ্যাসোসিয়েশন ক্লাবে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

কড়া নিরাপত্তাবেষ্টিত এই ক্লাবে অভিযান চালিয়ে জুয়া খেলার টাকাসহ গ্রেফতার করা হয়েছে ক্লাব সভাপতি ও স্থানীয় শিল্পপতি তোফাজ্জল হোসেন তাপুসহ (৫৫) সাতজনকে।

বৃহস্পতিবার মধ্যরাতে এই অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।

গ্রেফতারকৃত অপর ৬ জন হলেন কামাল হোসেন ওরফে গলাকাটা কামাল (৪৮), শামসুজ্জামান (৪০), মোস্তাফিজুর রহমান (৫২), ইকবাল হোসেন (৪৯), এবিএম শফিকুল ইসলাম (৫০) ও আফজাল হোসেন (৪০)।

গ্রেফতারকৃতরা সবাই সমাজের প্রতিষ্ঠিত শিল্পপতি এবং সমাজপতি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতেই ক্লাবটিতে অভিযান পরিচালনা করা হয়েছে। গোপন তথ্য ছিল, ওই ক্লাবে জুয়ার বোর্ড চালানো হয় এবং মদ বিক্রি করা হয় অবৈধভাবে। সেখান থেকে জুয়া খেলার তিন বান্ডিল কার্ড ও ২০ হাজার ৫শ’ টাকা জব্দ করা হয়।

সূত্র জানায়, অভিযানে বিষয়টি টের পেয়ে সেখান থেকে বিশাল অংকের জুয়ার টাকা সরিয়ে ফেলা হয়েছে।

এদিকে অভিযানের সত্যতা স্বীকার করে জেলা পুলিশের মিডিয়া উইং বিশেষ শাখার পরিদর্শক (ডিএসবি) ডিআইও-টু সাজ্জাদ রোমন জানান, ডিবি পুলিশের অভিযানে জুয়ার টেবিল থেকে সাতজনকে আটক করা হয়েছে। আটককৃতদেরকে শুক্রবার দুপুরে জুয়া আইনের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:০৫   ২২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ