দুবাইয়ে গ্রেপ্তার বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী জিসানকে দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান খাঁন কামাল।
শনিবার সকালে রাজধানীর স্বামীবাগে শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারী আশ্রম ও মন্দিরে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আরব আমিরাতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি নেই। এ বিষয়ে ইন্টারপোল যুক্ত রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া মেনে তাকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
গতকাল শুক্রবার ইন্টারপোলের সহযোগিতায় দুবাইতে গ্রেপ্তার করা হয় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জিসানকে। ২০০৩ সালে মালিবাগের একটি হোটেল দুই ডিবি পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় জিসান আহমেদের নাম আসে। এরপর তিনি দেশত্যাগ করে ভারতে পালিয়ে যায় বলে ধারণা করা হয়। পরে সেখান থেকে যান দুবাইয়ে।
সম্প্রতি ক্ষমতাসীন দলের একটি অঙ্গ সংগঠনের কয়েকজন নেতার বিরুদ্ধে দুর্নীতিবিরোধী অভিযান শুরু হয়। এরপর তাদের সঙ্গে জিসান আহমেদের যোগাযোগ হয়েছিল বলে বাংলাদেশের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
বাংলাদেশ সময়: ১৬:৫৪:১৫ ১০৩ বার পঠিত