আগামীকাল বিশ্ব বসতি দিবস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগামীকাল বিশ্ব বসতি দিবস
রবিবার, ৬ অক্টোবর ২০১৯



---

আগামীকাল সোমবার (৭ অক্টোবর) বিশ্ব বসতি দিবস।
সকলের জন্য আবাসন নিশ্চিতকরণসহ বাসযোগ্য ও নিরাপদ আবাসস্থলের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৫ সালে জাতিসংঘ বিশ্ব বসতি দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে ১৯৮৬ সাল থেকে সারা বিশ্বে অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস উদযাপিত হয়ে আসছে।
এ বছরও বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। বিশ্ব বসতি দিবসের এ বছরের প্রতিপাদ্য- ‘বর্জ্যকে সম্পদে পরিণত করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার।’
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আগামীকাল বিকাল ৪টায় ঢাকার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস ২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। একই দিন সকাল সাড়ে ৭টায় ঢাকার শাহবাগস্থ ঢাকা ক্লাবের সামনে থেকে সেগুনবাগিচাস্থ গণপূর্ত অধিদপ্তর প্রাঙ্গণ পর্যন্ত এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। র‌্যালি উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, এমপি।
বিশ্ব বসতি দিবস উপলক্ষে আগামীকাল জাতীয় দৈনিকসমূহে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে একটি বিশেষ স্মরণিকা প্রকাশ হচ্ছে। ঢাকায় ও ঢাকার বাইরের বিভাগীয় ও জেলা শহরগুলোতে একই দিনে র‌্যালি অনুষ্ঠিত হবে এবং দিবসের প্রতিপাদ্য নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশন, বেসরকারি বেতার ও কমিউনিটি রেডিওসমূহ দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে।
এছাড়া দিবসটি উপলক্ষে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এর তত্ত্বাবধানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে আগামীকাল থেকে তিন দিনব্যাপী গৃহায়ন মেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮:২২:০৬   ১০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ