বরগুনার পাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে ৭৫০ কেজি হরিণের মাংসসহ এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
শনিবার রাতে ওই পাচারকারীকে আটক করা হয়। তার কাছে থেকে উদ্ধার হওয়া হরিণের মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
রবিবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত নয়টার দিকে কোস্টগার্ড বাহিনীর দক্ষিণ জোনের বিসিজি স্টেশন পাথরঘাটার বলেশ্বর নদীর বিহঙ্গ দ্বীপ এলাকায় একটি অভিযান চালায়। ওই অভিযানের সময় বলেশ্বর নদীর বিহঙ্গ দ্বীপ এলাকা থেকে একটি কাঠের বোটে একটি হরিণের মাথা এবং ৭৫০ কেজি হরিণের মাংসসহ একজন পাচারকারীকে আটক করা হয়।
কোস্টগার্ড জানায়, পরে বন বিভাগের কর্মকর্তা হুমায়ুন কবির এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবিরের উপস্থিতিতে হরিণের মাংস মাটিতে পুঁতে ফেলা হয়। পরে পাচারকারী, কাঠের নৌকাটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ১৮:৫৫:২০ ১২৮ বার পঠিত