লিভারপুল তারকা মোহামেদ সালাহকে বাজে ট্যাকল করে বর্ণবাদের শিকার হয়েছেন লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে উঠেছে আলোচনার ঝড়। অনেকে পক্ষে তো কেউ বিপক্ষে মন্তব্য করছেন।
ইংলিশ প্রিমিয়ার লিগে উড়ছে লিভারপুল। শনিবার রাতে অ্যানফিল্ডে লেস্টারকে ২-১ গোলে হারিয়ে জয়ের ধারা ধরে রাখে তারা। ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে সালাহকে কড়া ট্যাকল করেন হামজা। সঙ্গে সঙ্গে মাঠে লুটিয়ে পড়েন মিসরীয় ফরোয়ার্ড। বাঁ পায়ের গোড়ালিতে আঘাত পান তিনি। এ ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারকে হলুদ কার্ড দেখান রেফারি।
হামজাকে উদ্দেশ করে তখনই বর্ণবাদী মন্তব্য করেন স্টেডিয়ামে উপস্থিত অলরেড সমর্থকরা। এরপর টুইটার, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবাদের আক্রমণ হচ্ছেন তিনি। তার উদ্দেশে অনেকে বানর, এশিয়ান ব্ল্যাক, নোংরা জানোয়ার, গুহায় ফিরে যাও-সব বর্ণবাদী শব্দ ব্যবহার করছেন।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সমর্থকদের বর্ণবাদী আচরণ অবশ্য এবারই প্রথম নয়। হামজা ছাড়াও সাম্প্রতিক সময়ে মার্কাস রাশফোর্ড, পল পগবাকে বর্ণবাদের গ্লানি সহ্য করতে হয়েছে। অবশ্য এ পরিস্থিতিতে ক্লাবকে পাশে পাচ্ছেন হামজা। বাংলাদেশি-গ্রানাডিয়ান বংশোদ্ভুত মিডফিল্ডারকে বিরূপ মন্তব্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে লেস্টার।
বাংলাদেশ সময়: ১৫:২৪:৫৭ ২৬৭ বার পঠিত