গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সৌরভ গাঙ্গুলী (১৫) নামে দশম শ্রেণির এক স্কুল ছাত্রকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। গত রবিবার দিবাগত রাত ১০টায় উপজেলার দেবগ্রামে এ খুনের ঘটে।
সৌরভ গাঙ্গুলী উপজেলার মধ্য দেবগ্রামের বিমল গাঙ্গুলীর ছেলে। সে উমাচরণ পূর্ণচন্দ্র সার্বজনীন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
সৌরভ গাঙ্গুলীর সহপাঠী দীপ্ত গাঙ্গুলী বলেন, রবিবার রাত ১০টার দিকে আমরা সবাই বিদ্যালয়ের হোস্টেলের রুমে বসে ছবি দেখছিলাম। এ সময় সৌরভ আমাকে মোবাইলে ‘পাবজি ’ গেমস খেলতে বলে। তখন আমি সৌরভকে গেম খেলবো না বলে জানাই। এ সময় সৌরভ মোবাইলে গেমস খেলতে খেলতে হোস্টেলের পশ্চিম পাশে চলে যায়। এর পর ৫ থেকে ১০ মিনিট পরে সৌরভ পেট চেপে ধরে হোস্টেলের দরজায় এসে পড়ে যায়। আমরা ওকে ধরে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৌরভ মারা গেছে বলে মারা বলে জানান।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই এবং সৌরভের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করি। এ হত্যার কারণ এখনো আমরা খুঁজে পাইনি। তবে সৌরভের সাথে তার যে সহপাঠীরা ছিল রাতে তাদের থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তদন্তের স্বার্থে এখনই তা আমরা প্রকাশ করতে চাচ্ছি না। আশা করি দু’একদিনের মধ্যেই সৌরভ হত্যার রহস্য আমরা উদঘাটন করতে পারবো।
উমাচরণ পূর্ণচরণ সার্বজনীন উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু বলেন, সৌরভ গাঙ্গুলী আমার স্কুলের দশম শ্রেণিতে পড়ে। এলাকায় সে একজন ভাল ছেলে হিসেবে পরিচিত। কি কারণে এ ধরণের ঘটনা ঘটলো তা আমরা ভেবে পাচ্ছি না। আমরা চাই দ্রুততার সঙ্গে পুলিশ হত্যার ঘটনা উদঘাটন করে দোষীদের আইনের আওতায় নিয়ে আসুক।
বাংলাদেশ সময়: ১৫:৩৫:৫১ ২৩২ বার পঠিত