ফরিদপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণের দায়ে ওহিদ বিশ্বাস (২৮) নামে এক ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আলমগীর কবির এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত ওহিদ বিশ্বাস ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কামারগ্রামের লিয়াকত বিশ্বাসের ছেলে। রায় ঘোষণার সময় ওহিদ বিশ্বাস আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট স্বপন পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৬ নভেম্বর বেলা ১১টার দিকে প্রতিবেশীর ঘরে ঢুকে ছয় বছর বয়সী ওই শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায় ওহিদ বিশ্বাস। ওই শিশুর মা আসামি ওহিদকে পালিয়ে যেতে দেখেন। আহত অবস্থায় শিশুটিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে মেডিকেল পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই রাতেই আসামিকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৬:০৫:০৪ ১২৪ বার পঠিত