দখলদার ইসরাইলের সেনাবাহিনীর বিমান হামলায় শনিবার এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এর আগে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা অবৈধ রাষ্ট্রটিতে রকেট হামলা চালিয়েছেন। ফিলিস্তিনি ও ইসরাইলি কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।
গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, প্রতিরোধ যোদ্ধাদের একটি প্রশিক্ষণ ক্যাম্পে বিমান হামলায় ২৭ বছর বয়সী এক যুবক নিহত ও আরও তিনজন আহত হয়েছেন।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় গাজা থেকে ইসরাইলে ১০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে এরমধ্যে আটটি গুলি করে ধ্বংস করে তারা।
সীমান্তের কাছে একটি বাড়িতে একটি রকেট গিয়ে আঘাত হানে। কিন্তু এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
জবাবে ইসরাইলি সেনা বাহিনী কয়েক দফা বিমান হামলায় চালায়। তবে রকেট হামলার জন্য ফিলিস্তিনের কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।
বাংলাদেশ সময়: ১৫:৪০:০৫ ১৮৯ বার পঠিত