অধ্যাপক রফিকুলের জীবনাদর্শ অনুসরণে যুবকদের প্রতি তথ্যমন্ত্রীর আহ্বান

প্রথম পাতা » জাতীয় » অধ্যাপক রফিকুলের জীবনাদর্শ অনুসরণে যুবকদের প্রতি তথ্যমন্ত্রীর আহ্বান
শনিবার, ২ নভেম্বর ২০১৯



---

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের জীবনাদর্শ অনুসরণ করার জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এক আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, ‘দেশ, জাতি ও সমাজকে এগিয়ে নিয়ে যেতে যারা নিরলসভাবে কাজ করছেন তাদের সম্মান না করলে আমরা অগ্রসর হতে পারব না।’
স্বাধীনতা ফাউন্ডেশন সংগঠনের চেয়ারম্যান ড. মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের জীবন ও কর্মের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শণ ও আলোচনার সভার আয়োজন করে।
ড.হাছান বলেন, যারা আগামী প্রজন্মের জন্য একটি উন্নত জাতি গঠনে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন তাদের সম্মান করা উচিৎ। কিন্তু, অত্যন্ত দুঃখজনক যে অধিকাংশ মানুষই আত্মকেন্দ্রিক হয়ে উঠেছে।
মন্ত্রী বলেন, ‘যারা সাহিত্য, মানবিক মূল্যবোধ ও জাতীয় উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছেন, আমাদের এই প্রখ্যাত পেশাজীবীদের জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করা উচিৎ। ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষক অধ্যাপক রফিকুলের কাছ থেকে শিক্ষা নেয়া উচিত।’
অধ্যাপক রফিকুল ১৯৩৪ সালের ১ জানুয়ারিতে চাঁদপুর জেলার মতলব উপজেলার কলমাকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম ‘নজরুল অধ্যাপক’ এবং ঢাবি’র ‘নজরুল গবেষণা কেন্দ্র’ এর প্রথম পরিচালক।
অসমান্য অবদানের জন্য তাকে ‘স্বাধীনতা পদক’, ‘একুশে পদক’, ‘বাংলা একাডেমি পুরস্কার’, ‘নজরুল একাডেমি পুরস্কার’ প্রদান করা হয়। ২০১৮ সালের ১৯ জুন তাকে ‘জাতীয় অধ্যাপক’ করা হয়।
অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. জিনাত ইমতিয়াজ আলি ও রাইটার্স ক্লাব’র চেয়ারম্যান কবি মুহাম্মদ নুরূল হুদা বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন।
প্রফেসর রফিকুল ইসলাম তাকে সম্মানিত করার জন্য সকলকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ২১:৩০:০৮   ১৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
একনেকে ৪ হাজার ৩৪৭ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প-নগরসহ ৮ প্রকল্প অনুমোদন
গাফিলতির কারণে প্রকল্পের সময় ও খরচ বাড়লে ব্যবস্থা - প্রধানমন্ত্রী
করোনা নিয়ন্ত্রণে এলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে- প্রধানমন্ত্রী
জাতীয় নিরাপদ খাদ্য দিবসে রাষ্ট্রপতির বাণী
জাতীয় নিরাপদ খাদ্য দিবসে প্রধানমন্ত্রীর বাণী
দেশের উন্নয়ন-অগ্রগতি রূপকথাকেও হার মানায় - অর্থমন্ত্রী

আর্কাইভ