“বাংলালিংক ইনোভেটর্স ৩.০!” তরুণ প্রজন্মকে সৃষ্টিশীল কাজে অনুপ্রাণিত করবে - স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » “বাংলালিংক ইনোভেটর্স ৩.০!” তরুণ প্রজন্মকে সৃষ্টিশীল কাজে অনুপ্রাণিত করবে - স্পীকার
শনিবার, ২ নভেম্বর ২০১৯



---

ঢাকা, ০২ নভেম্বর ২০১৯নিউজটুনারায়ণগঞ্জ: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, যে কোন জাতির মূল সামর্থ্য হলো যুবশক্তি। বাংলাদেশের তরুণ প্রজন্মের রয়েছে সামর্থ্য- প্রয়োজন সুযোগ। এক্ষেত্রে কর্পোরেট হাউজগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে “বাংলালিংক ইনোভেটার্স ৩.০!” শিরোনামে বাংলালিংকের এ আয়োজন অত্যন্ত ফলপ্রসূ একটি উদ্যোগ বলে তিনি উল্লেখ করেন।

তিনি আজ শনিবার রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনস্থ উৎসব হলে অনুষ্ঠিত “বাংলালিংক ইনোভেটর্স ৩.০!” শীর্ষক অনুষ্ঠানের সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

স্পীকার বলেন, বাংলদেশ এ মুহূর্তে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এর মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমানে দেশে কর্মক্ষম যুবসংখ্যা সবচেয়ে বেশি। এ সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। বিশ্বায়নের নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় যুবসমাজকে যুগোপযোগী শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে।

প্রতিযোগিতাপূর্ণ এমন একটি অনুষ্ঠান আয়োজনের জন্য স্পীকার বাংলালিংককে ধন্যবাদ জনিয়ে বলেন, এমন সৃজনশীল আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে সৃষ্টিশীল কাজে অনুপ্রাণিত করবে।

---

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। তথ্যপ্রযুক্তির যুগোপযোগী উন্নয়ন ও সম্প্রসারণে যুবসমাজকে যথাযথ প্রশিক্ষনের মাধ্যমে আরো দক্ষ করে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।

উক্ত প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে ৫টি টিম তাদের প্রেজেন্টেশন পরিবেশন করে। টিম “সিলভার লাইনিং” চ্যাম্পিয়ন ও টিম “লাস্ট মিনিট” রানার্সআপ এর সম্মান অর্জন করে। স্পীকার বিজয়ী টিমসহ সকল টিমকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, তাদের এ পরিবেশনা নতুনদের আরো অনুপ্রাণিত করবে।

বাংলালিংকের এক্টিং চিফ এক্সিকিউটিভ অফিসার তাইমুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর উপাচার্য মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী, বাংলালিংক কমিউনিকেশনস এর কর্মকর্তাবৃন্দসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে ভোট অব থ্যাংক্স প্রদান করেন বাংলালিংকের চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক আস।

বাংলাদেশ সময়: ২২:১০:০৬   ২০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ