শুকনো ব্রাশ ব্যবহারে ত্বক কোমল আর মসৃণ হয়ে ওঠে। জেনে নিন কেন আর কীভাবেই বা করবেন:
• ড্রাই ব্রাশিং করলেই ত্বকের অ্যাকনে ও ব্ল্যাকহেডস থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়
• গোসলের আগে সারা শরীরে ব্রাশ করলে মৃত কোষ দূর হয় ও কোমল মসৃণ ত্বক বেরিয়ে আসে
• রক্ত চলাচল বৃদ্ধি পায়
• শরীরের টক্সিন বের হয়ে যায়
• শরীরের মেদ ও ওজন কমে
• পায়ের পাতা থেকে ড্রাই ব্রাশিং শুরু করে করুন
• শরীরের প্রতিটি অংশে ঘুরিয়ে ঘুরিয়ে কয়েকবার ব্রাশ করবেন
• জোরে চাপ দেবেন না, সাবধানে ধীরে ধীরে ব্রাশ করুন
• প্রতিদিন মাত্র পাঁচ মিনিট ড্রাই ব্রাশিং করুন
• বডি ব্রাশটি নিয়মিত সাবান দিয়ে ধুয়ে শুকিয়ে রাখুন।
বাংলাদেশ সময়: ১৩:১৭:৪৯ ১৭০ বার পঠিত