বস্তির শিশুদের উন্নত শিক্ষার সুযোগ সৃষ্টিতে প্রকল্প নেয়ার সুপারিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বস্তির শিশুদের উন্নত শিক্ষার সুযোগ সৃষ্টিতে প্রকল্প নেয়ার সুপারিশ
রবিবার, ৩ নভেম্বর ২০১৯



---

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বস্তিতে বসবাসকারী শিশুদের উন্নত শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রকল্প গ্রহণের বিষয়টি পর্যালোচনার সুপারিশ করা হয়েছে।
সংসদ ভবনে আজ কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রী এম.এ.মান্নান, মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম, সাবের হোসেন চৌধুরী, হাফিজ আহমদ মজুমদার, রওশন আরা মান্নান এবং আদিবা আনজুম মিতা সভায় অংশগ্রহণ করেন।
সভায় বিভাগওয়ারী প্রকল্পসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।
সভায় বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রকল্পসমূহের অগ্রগতি সম্পর্কিত প্রতিবেদন পর্যালোচনা করে স্থায়ী কমিটিতে উপস্থাপনের লক্ষ্যে ৫ সদস্যের সাব-কমিটি গঠনের সুপারিশ করা হয়। কমিটির সদস্য সাবের হোসেন চৌধুরীকে আহবায়ক করে হাফিজ আহমদ মজুমদার, মনজুর হোসেন, রওশন আরা মান্নান এবং আদিবা আনজুম মিতা’র সমন্বয়ে এ সাব-কমিটি গঠনের সুপারিশ করা হয়।
সভায় বস্তিতে বসবাসরত অনগ্রসর শিশুদের উন্নত শিক্ষালাভের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিশেষ কোন প্রকল্প গ্রহণ করা যায় কিনা তা পর্যালোচনা করার সুপারিশ করা হয়।
এছাড়া সভায় ২০১৮-১৯ অর্থ বছরে বৈদেশিক সাহায্যপ্রাপ্ত প্রকল্পসমূহের আর্থিক খরচ সম্পর্কে আলোচনা করা হয়।
সভার শুরুতে জেলহত্যা দিবস উপলক্ষে ১৯৭৫ সালের ৩ নভেম্বর শহীদ জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
পরিকল্পনা বিভাগের সচিব, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:২৯:০৩   ১০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ