বাংলাদেশের কুড়িগ্রাম জেলার চিলমারী নৌ বন্দরকে ‘পোর্ট অব কল’-এর আওতায় আনার আগ্রহ প্রকাশ করেছে ভূটান।
সফররত ভূটানের অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী লোকনাথ শর্মা রোববার নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির সঙ্গে তার সচিবালয়স্থ অফিস কক্ষে সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ভূটানের এ আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছে। এক্ষেত্রে ভূটানকে একটি প্রস্তাব দেয়ার আহ্বান জানানো হয়েছে।
চিলমারীকে ‘পোর্ট অব কল’ ঘোষণা করা হলে নৌপথে ভূটান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম আরও প্রসারিত হবে। বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো নির্মাণে ভূটান থেকে আমদানি করা পাথরসহ অন্যান্য পণ্য স্বল্পখরচ ও সময়ে দেশে এসে পৌঁছবে।
নৌপরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভূটান বর্তমানে নারায়ণগঞ্জ নদী বন্দরকে ‘পোর্ট অব কল’ হিসেবে ব্যবহার করছে। তারা চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার এবং সড়কপথে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে। চিলমারী নৌ বন্দরটি ‘পোর্ট অব কলের’ আওতায় আসলে পণ্য পরিবহনে সময় ও খরচ অনেকাংশে কমে আসবে।
এ সময় অন্যদের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০:০২:৫২ ১৪৯ বার পঠিত