বলিভিয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে ৯ কোকাচাষি নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » বলিভিয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে ৯ কোকাচাষি নিহত
রবিবার, ১৭ নভেম্বর ২০১৯



---

বলিভিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থক কোকাচাষিদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে অনন্ত ৯ জন নিহত হয়েছেন।

শুক্রবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে ইভো মোরালেসের সমর্থকদের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। খবর রয়টার্স

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইভো মোরালেস নিজেই কোকাচাষি ছিলেন এবং সেখান থেকেই ক্যারিশমাটিক নেতায় পরিণত হন। তিনি ক্ষমতাচ্যুত হলেও তার সমর্থনে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে কোকাচাষিরা লড়াই করেন যাচ্ছে।

রয়টার্সকে বলিভিয়ার কোচাবামবা নগরের ন্যায়পাল নেলসন কক্স জানিয়েছেন, এ ঘটনায় নিহতদের সবাই গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের অধিকাংশ গুলিবিদ্ধ হয়ে কোকা চাষের অঞ্চলের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ হত্যাকাণ্ডের বিচার ও নিহতের ময়নাতদন্তের দাবিতে জাতীয় ন্যায়পালের দফতরের সঙ্গে কাজ করে যাচ্ছেন বলে রয়টার্সকে জানিয়েছেন তিনি।

বলিভিয়ায় বাড়তে থাকা সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে জাতিসংঘের সতর্কতা জারির পর পরই এ ঘটনা ঘটল।

গত ২০ অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনের ফল নিয়ে কারচুপির অভিযোগের পর সামরিক বাহিনী ও পুলিশের চাপের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন বামপন্থী প্রেসিডেন্ট মোরালেস। অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন দেশটির সাবেক রক্ষণশীল সিনেটর জিনাইন আনেজ।

ক্ষমতাচ্যুত হওয়ার পর নিজেকে সুরক্ষা করতে রাজনৈতিক আশ্রয় নিয়ে মেক্সিকোতে চলে যান মোরালেস।

এর আগে ডানপন্থীদের ক্যুয়ের শিকার হয়ে ক্ষমতাচ্যুত হয়েছেন বলে অভিযোগ করেন মোরালেস।

মেক্সিকোতে পালিয়ে যাওয়ার আগে নিজের সমর্থকদের এক বার্তায় তিনি বলে যান, অন্ধকারের শক্তিকে প্রতিহত করতে আমার সমর্থকদের আহ্বান জানাই।

তার এমন আহ্বানের পর দেশটিতে সহিংসতা বেড়েই চলেছে।

বলিভিয়ায় নিহতের সংখ্যা বৃদ্ধির খবরে এক টুইটে মোরালেস বলেন, গণতন্ত্র দাবি করায় ক্যুয়ের নেতারা আদিবাসী ও নিরীহ লোকদের নির্বিচারে হত্যা করছে।

নভেম্বরের শুরু থেকেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে কোকোচাষিদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে।

এসব ঘটনায় শতাধিক লোক আহত হয়েছেন বলে জানিয়েছেন কোচাবামবা নগরের ন্যায়পাল নেলসন কক্স।

তবে কয়েকটি প্রতিবাদের ঘটনায় কোকাচাষিদের কাছেও পিস্তল, বাক্স ভর্তি গ্রেনেড ও ঘরে তৈরি পাইপগান ছিল বলে দাবি পুলিশের।

এদিকে বিদেশে বসে দেশের সহিংসতা উসকে দেয়ার জন্য মোরালেসের নিন্দা করেছেন বলিভিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট সিনেটর জিনাইন আনেজ।

তিনি বলেন, আমাদের সরকার নির্বাচন আয়োজনে আগ্রহী এবং প্রতিবাদ থামাতে বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠক করছে।

বাংলাদেশ সময়: ১৫:১৮:০১   ১৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ