চট্টগ্রামে গ্যাসলাইন বিস্ফোরণে নিহত ৭

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে গ্যাসলাইন বিস্ফোরণে নিহত ৭
রবিবার, ১৭ নভেম্বর ২০১৯



---

চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় রাস্তার পাশে গ্যাসের পাইপলাইন বিস্ফোরণে দেয়াল ধসে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত আটজন। নিহতদের মধ্যে এক শিশু, দুই নারী এবং চারজন পুরুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রবিবার সকাল ৯টার দিকে পাথরঘাটা এলাকার ব্রিকফিল্ড রোডে বড়ুয়া বিল্ডিংয়ের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।

আহত আটজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনাস্থলে থাকা কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, সকাল ৯টার দিকে বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ১৫ জনকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে সাতজনের মৃত্যু হয়। হতাহতদের বিস্তারিত নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ওসি জানান, বিস্ফোরণ কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। তবে বিস্ফোরণে বাড়ির পাশের দুটি দেয়াল ধসে পড়ে। এতে পথচারীরা হতাহতের শিকার হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ এই বিস্ফোরণে দুটি দেয়াল স্প্লিন্টারের মতো উড়ে যায়। মুহূর্তের মধ্যে তা ধ্বংসস্তূপে পরিণত হয়। আতঙ্কে চার দিকের মানুষ ছোটাছুটি করতে থাকে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম জানান, গুরুতর আহত অবস্থায় সাতজনকে হাসপাতালে আনা হয়। পরে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কার কথা জানান তিনি।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তারা উদ্ধারকাজ চালাচ্ছেন। রাস্তা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা দেয়ালের ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজ করছেন।

বাংলাদেশ সময়: ১৫:২৫:২৯   ১৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছাড়ালো
গুলির উৎস খুঁজতে গিয়ে মিলল অস্ত্রের কারখানা!
ফেনী শর্শদীর ইউপি চেয়ারম্যান সাময়িক বহিষ্কৃত
চট্টগ্রামের নির্বাচনেও মাঠে ছিল না বিএনপি - তথ্যমন্ত্রী
সহিংসতা-সংঘর্ষ-ইভিএম ভাঙচুর: ২ কেন্দ্রের ভোট স্থগিত
অপহরণের ৫ দিন পর মাদরাসাছাত্র উদ্ধার, আটক বাবুর্চি
চট্টগ্রামে আওয়ামী লীগ প্রার্থীর স্ত্রীর ওপর বিএনপির হামলা
মধ্যরাতে বন্যহাতির তাণ্ডব, প্রাণ গেল ২ কিশোরের
বিত্ত কখনো রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে না - তথ্যমন্ত্রী

আর্কাইভ