দুই সপ্তাহ লাভ ছাড়া পেঁয়াজ বিক্রির আহ্বান মেয়র খোকনের

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুই সপ্তাহ লাভ ছাড়া পেঁয়াজ বিক্রির আহ্বান মেয়র খোকনের
সোমবার, ১৮ নভেম্বর ২০১৯



---

পেঁয়াজ সংকটের কারণে আগামী দুই সপ্তাহ মুনাফা ছাড়া পেঁয়াজ বিক্রি করতে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

সোমবার নগরভবনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। ব্যবসায়ীদের উদ্দেশে মেয়র খোকন বলেন, ‘আপনার দোকানে পেঁয়াজ ছাড়াও আরও অনেক পণ্য আছে। আপনি সেগুলো থেকে লাভ করুন। কিন্তু পেঁয়াজ থেকে আগামী দুই সপ্তাহ লাভ করা যাবে না।’

ব্যবসায়ীদের কাছে অনুরোধ রেখে ডিএসসিসির এ নগরপিতা বলেন, আর কেউ না জানুক, আপনি তো জানলেন আপনি কতটা ভালো কাজ করেছেন। আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র হিসেবে আপনাদের আছে অনুরোধ করছি- আগামী দুই সপ্তাহ আপনারা এটি করুন। সবাই যদি এভাবে যার যার দায়িত্ব পালন করেন, তা হলে পেঁয়াজের দাম নাগালের মধ্যে চলে আসবে।

তিনি বলেন, যে কারণেই হোক পেঁয়াজের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা যদি শুধু পেঁয়াজটা যেই দামে কিনি, সেই দামেই বিক্রি করি, তা হলে পরকালেও প্রতিদান পাওয়া যাবে। আসুন আমরা অন্তত আগামী দুই সপ্তাহ এটি করি।

সভায় মেয়র সাঈদ খোকন ব্যবসায়ীদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে বলেন, ট্রেড লাইসেন্সের সঙ্গে উৎসে কর আরোপ বেশি হয়ে গেছে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দফতরে কথা বলবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬:০৭:৪৩   ১৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ