নীলফামারীতে দেশের প্রথম বয়ঃসন্ধিকালীন শিক্ষা ও সেবা কর্মসূচি চালু

প্রথম পাতা » ছবি গ্যালারী » নীলফামারীতে দেশের প্রথম বয়ঃসন্ধিকালীন শিক্ষা ও সেবা কর্মসূচি চালু
সোমবার, ১৮ নভেম্বর ২০১৯



---

দেশে প্রথম মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন শিক্ষা ও সেবা কর্মসূচি নীলফামারীতে চালু হয়েছে।
প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. নজিবুর রহমান প্রধান অতিথি হিসাবে আজ সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন।
মুখ্য সচিব বলেন, দেশের মোট জনসংখ্যার এক চর্তুথাংশই কিশোর-কিশোরী। তাদের শিক্ষা, জীবন, দক্ষতা ও স্বাস্থ্যের উপর নির্ভর করছে আমাদের দেশের ভবিষ্যৎ।
তিনি বলেন, ‘নীলফামারী জেলা প্রশাসন মাধ্যমিক পর্যায়ের কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন শিক্ষা কর্মসূচির যে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেছে তা ব্যতিক্রম ও প্রশংসনীয় এবং সারাদেশের জন্য মডেল। এ উদ্যোগকে সারাদেশে ছড়িয়ে দেয়া হবে।’
জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-১ মোহাম্মদ সালাহ উদ্দিন, মহাপরিচালক (গভর্নেন্স ইনোভেশন) মো. আশরাফ উদ্দিন, নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার বর্মন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।
পরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান জেলা শহরের কালেক্টরেট পাবলিক স্কুল এ- কলেজে বয়ঃসন্ধিকালীন শিক্ষা ও সেবা কর্ণারের উদ্বোধন করেন।
নীলফামারীর জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, বয়ঃসন্ধিকালীন শিক্ষা ও সেবার বিষয়টির গুরুত্ব অনুধাবন করে সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচিটি চালু করা হয়েছে।
তিনি জানান, স্থানীয় সরকার বিভাগ, জেলা স্বাস্থ্য ও মাধ্যমিক শিক্ষা বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে। ইতিমধ্যে এক কোটি ৩২ লাখ ৯৪ হাজার টাকা অনুদান সংগ্রহ করা হয়েছে।
প্রাথমিকভাবে জেলার ৬টি উপজেলার ৬০টি ইউনিয়নে একটি করে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন শিক্ষা ও সেবা কর্ণার স্থাপন করা হবে। পর্যায়ক্রমে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এ প্রকল্পের আওতায় আনা হবে বলে তিনি উল্লেখ করেন।
প্রসঙ্গত, জেলায় মোট ৪৬০টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে মাধ্যমিক বিদ্যালয় ২৯০টি, মাদ্রাসা ১২৫টি এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৪৫টি।

বাংলাদেশ সময়: ২০:৫২:২৯   ১৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ