ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯



---

ইরানের শীর্ষ সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।

দেশটির আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর এক বিবৃতিতে বলেন, মঙ্গলবার ইরানের সপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মহাসচিব অ্যাডমিরাল আলী শামখানি, সেনাপ্রধান মেজর জেনারেল আবদুল রহিম মুসাভির সঙ্গে কামার জাভেদ বাজওয়ার এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনের খবরে এমন তথ্য জানা গেছে।

তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

ইরান ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা লাঘবের চেষ্টার অংশ হিসেবে সোমবার পাকিস্তান সফরে যান জেনারেল বাজওয়া।

গত কয়েক মাসে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তেহরান ও রিয়াদকে একটি চুক্তির আওতায় নিয়ে আসাই তাদের আলোচনার মূল আলোচ্যসূচি বলে খবরে বলা হয়েছে।

গত মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফাইয়াজ হামিদ তেহরান সফরে যান।

রিয়াদের তেল স্থাপনায় কয়েক দফা হামলার পর চিরবৈরী সৌদি আরব ও ইরান মুখোমুখি অবস্থান চলে গিয়েছিল। ওই হামলার জন্য ইরানকে দায়ী করছে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র।

যদিও বরাবরের মতোই ইরান সেই অভিযোগ অস্বীকার করে আসছে।

দুই দেশের মধ্যে উত্তেজনা গত কয়েক সপ্তাহে কিছুটা কমে গেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী শাহ মাহমুদ কুরাইশি বলেন, উত্তেজনা আরও বড় আকারে ধারন না করার পেছনে পাকিস্তানের ভূমিকা রয়েছে।

সেই প্রেক্ষাপটে পাক সেনাপ্রধানের এই সফরকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১:০৮:১৮   ১০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ