৪০ সিনেমা হলে মুক্তি পেল ‘জানবাজ’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৪০ সিনেমা হলে মুক্তি পেল ‘জানবাজ’
শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯



---

আমদানি প্রক্রিয়ায় (সাফটা চুক্তি) পশ্চিমবঙ্গের নায়ক বনি সেনগুপ্ত ও নায়িকা কৌশনী মুখার্জী অভিনীত সিনেমা ‘জানবাজ’ বাংলাদেশে মুক্তি পেল। শুক্রবার দেশের ৪০ সিনেমা হলে সিনেমাটি মুক্তি দিয়েছে ঢাকার হার্টবিট প্রডাকশন। বিনিময়ে এ প্রযোজনা প্রতিষ্ঠানের মাহিয়া মাহি অভিনীত ‘মনে রেখো’ সিনেমাটি ওপার বাংলায় মুক্তি পেতে যাচ্ছে।

হার্টবিটের কর্ণধার প্রযোজক তাপসী ফারুক বলেন, বেছে বেছে দেশের বড় বড় সিনেমা হলগুলোতে ‘জানবাজ’ চলছে আজ থেকে। ঢাকার মধ্যে মধুমিতা, বলাকা, জোনাকি, বিজিবি, চিত্রামহল, এশিয়া, পুনম, পূরবী, আনন্দতে সিনেমাটি দেওয়া হয়েছে। ঢাকার বাইরে যশোরের মনিহার, সিলেটের নন্দিতা, বিজিবি, রংপুরের শাপলা, খুলনায় চিত্রালী, ডেমরার রানী মহল, কাঁচপুরের চাঁদ মহল, মুক্ততারপুরের পান্না, ভৈরবের দর্শন, জয়দেবপুরের বর্ষা, বরিশালের অভিরুচি, নারায়ণগঞ্জের গুলশান, ময়মনসিংহের ছায়াবানীসহ মফঃস্বলের ভালো হলগুলোতেও চলছে জানবাজ।

গেল ২৫ অক্টোবর দেওয়ালীতে পশ্চিমবঙ্গে মুক্তি পায় ‘জানবাজ’। মুক্তির পর মৌলিক গল্পের এ সিনেমাটি দারুণ ব্যবসা করে। একটি কয়লার খনিকে কেন্দ্র করে এ সিনেমার গল্প। প্রযোজনা করেছে ইকো এন্টারটেনমেন্টে। সিনেমাটি পরিচালনা করেছে অনুপ সেনগুপ্ত, যিনি নায়ক বনির বাবা। জানবাজের মাধ্যমে দর্শক পাচ্ছেন বাবার নির্দেশনায় ছেলের প্রথম সিনেমা। আরও অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, শংকর চক্রবর্তী, সুদীপ প্রমুখ।

তাপসী ফারুক বলেন, খবর নিয়েছি, প্রায় চার সপ্তাহ জানবাজ ছবিটি সেখানকার বিভিন্ন হলে দর্শক আগ্রহ নিয়ে দেখেছে। আমি নিজেও ছবিটি দেখে মুগ্ধ হয়েছি। কলকাতার বর্তমান সিনেমার বাজার অনুযায়ী ‘জানবাজ’ ভালো ব্যবসা করেছে। এটি কোনো রিমেক গল্পের সিনেমা নয়। পুরোপুরি মৌলিক গল্পের অ্যাকশন সিনেমা।

বাংলাদেশ সময়: ১৪:৩০:৩২   ২০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ