ফরিদপুর সদরের ১২ ইউপিতে আ.লীগের নতুন নেতৃত্ব

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর সদরের ১২ ইউপিতে আ.লীগের নতুন নেতৃত্ব
শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯



---

ফরিদপুর-৩ (সদর) আসনের ১২টি ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। ঘোষণা করা হয়েছে আগামী তিন বছরের জন্য দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম।

গত ২০ অক্টোবর থেকে শুরু হয় ইউনিয়নগুলোর ত্রি-বার্ষিক সম্মেলন। এসব সম্মেলনে স্থানীয় সাংসদ ও সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সদর উপজেলার সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লাসহ দলটি শীর্ষ নেতারা উপস্থিত থেকে সম্মেলন সম্পন্ন করেন।

ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা ঢাকা টাইমসকে বলেন, দলের গঠনতন্ত্র মোতাবেক আমরা ১২টি ইউনিয়নে সম্মেলন শেষ করেছি। তিনি বলেন, এখন যারা নেতৃত্বে এসেছে তাদের দিয়ে দল আরও শক্তিশালী হবে।

সদর উপজেলার ১২টি ইউনিয়নের যারা আওয়ামী লীগের নতুন নেতৃত্বে এসেছেন তারা হলেন, আলীয়াবাদ: মো. সাদিক ও শাজহাহান বিশ্বাস; ডিক্রীরচর: মো. আনোয়ার হোসেন আবু ও মো. দুল্লাল ফকির; কৈজুরী: নূর মো. মাজেদ ও ফকির মো. সিদ্দিকুর; গেরদা: ফিরজ মোস্তাফা হারিজ ও মো. আতিকুর রহমান আতিক; কানাইপুর: মো. জুলফিকার আলী মিনু ও রতন সিকদার নিতাই; কিষ্ণনগর: একেএম বাশারুল আলম বাদশা ও আশরাফ হোসেন মোল্লা; চাঁদপুর: আব্দুল হাই মিয়া ও মোস্তাফা কামাল; মাচ্চর: মো. ওমর আলী মোল্লা ও মো. নূরুজ্জামান শেখ; ঈশান গোপালপুর: খালেক মৃধা ও এসএম সুলতান আহমেদ, অম্বিকাপুর: সুরাব মন্ডল ও মশিউর রহমান মোশাররফ হোসেন; চরমাধবদিয়া: খন্দকার নজরুল ইসলাম ও সরদার আওয়াল হাসান, নর্থচ্যানেল: হাজী মোফাজ্জেল হোসেন ও মো. আলমগির হোসেন হেলাল।

বাংলাদেশ সময়: ১৪:৪৭:০৭   ২৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ