গোলাপি বলের টেস্টে ১০৬ রানে অলআউট বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » গোলাপি বলের টেস্টে ১০৬ রানে অলআউট বাংলাদেশ
শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯



---

ভারতের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে স্বাগতিক দলের পেস তোপে মাত্র ১০৬ রানেই অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। ভারতীয় বোলারদের তোপে সন্ধ্যা নামার আগেই ৩০ দশমিক ৩ ওভারে গুটিয়ে যায় বাংলাদেশ।
কলকাতার ইডেন গার্ডেন্সে গোলাপি বলে প্রথমে ব্যাট হাতে নেমে দেখেশুনেই খেলছিলেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাস ও ইমরুল কায়েস। ৬ ওভার পর্যন্ত অবিচ্ছিন্নই ছিলেন তারা। তবে সপ্তম ওভারের তৃতীয় বলে ব্যক্তিগত ৪ আউট হন ইমরুল। ৪
দলীয় ১৫ রানে প্রথম উইকেট পতনের পর বাংলাদেশের ব্যাটিং লাইন-আপে ধস নামে। ৬০ রানের মধ্যে ছয় ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরেন। অধিনায়ক মোমিনুল হক-মোহাম্মদ মিথুন-মুশফিকুর রহিম শূন্য রান করে ফিরেন। সাদমান ২৯ ও মাহমুদুল্লাহ রিয়াদ ৬ রান করে আউট হন।
নৈশ ভোজ বিরতির আগে ২৪ রানে আহত অবসর নেন লিটন দাস। পরবর্তীতে আর ব্যাট হাতে নামতে পারেননি তিনি। তার পরিবর্তে ‘কনকাশন সাব’ হিসেবে খেলতে নেমে ৮ রান করেন মেহেদি হাসান মিরাজ। এছাড়া নাইম হাসান ১৯, এবাদত হোসেন ১, আবু জায়েদ শূন্য রানে আউট হন। আল-আমিন ১ রানে অপরাজিত থাকেন।
বল হাতে ভারতের ইশান্ত শর্মা ২২ রানে ৫ উইকেট নেন। এছাড়া উমেশ যাদব ৩টি ও মোহাম্মদ সামি ২টি উইকেট নেন।
টেস্ট ক্রিকেট ইতিহাসে এই প্রথমবারের মত দিবা-রাত্রির টেস্ট খেলছে বাংলাদেশ ও ভারত।

বাংলাদেশ সময়: ১৯:২০:৩৩   ১৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ