রাহানেকে ফিরিয়ে ভয়ংকর জুটি ভাঙলেন তাইজুল

প্রথম পাতা » খেলাধুলা » রাহানেকে ফিরিয়ে ভয়ংকর জুটি ভাঙলেন তাইজুল
শনিবার, ২৩ নভেম্বর ২০১৯



---

ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে গোলাপি বলে দিবারাত্রির ঐতিহাসিক টেস্টের প্রথম দিন হতাশায় কাটিয়েছে বাংলাদেশ। সেখানে দুর্দান্ত দিন পার করেছে ভারত। ওই দিনই ৬৮ রানের লিড নেয় তারা।

স্বাভাবিকভাবেই লিডটা বাড়িয়ে নেয়ার টার্গেট তাদের। সেই লক্ষ্যে দারুণ ব্যাট করছিলেন বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে। ক্রিজে জমে গিয়েছিলেন তারা। তাতে দুরন্ত গতিতে ছুটছিল টিম ইন্ডিয়া।

তবে হঠাৎ থেমে গেলেন রাহানে। তাইজুলের ইসলামের শিকার হয়ে ফিরলেন তিনি। ফেরার আগে তুলে নেন ক্যারিয়ারের ২২তম ফিফটি (৫১)। তাতে কোহলির সঙ্গে ভাঙে তার ৯৯ রানের ভয়ংকর জুটি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ উকেটে ২৪১ রান করেছে ভারত। খেলোয়াড়ি জীবনে ২৭তম সেঞ্চুরির (৮৯) অপেক্ষা আছেন কোহলি। এরই মধ্যে ১৩৫ রানের লিড নিয়েছে তারা।

প্রথম দিনের ৪৬ ওভারে ৩ উইকেটে ১৭৪ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ভারত। কোহলি (৫৯) ও রাহানে (২৩) রান নিয়ে নতুন দিনের খেলা শুরু করেন। এবাদত হোসেন ২টি এবং আল-আমিন হোসেন নেন ১ উইকেট।

এর আগে প্রথম ইনিংসে ৩০.৩ ওভারে মাত্র ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের ৮ ব্যাটসম্যানই ২ অংকের ঘর স্পর্শ করতে পারেন। ০ মারেন তিন ‘ম’ মুশফিক-মুমিনুল-মিঠুন। সর্বোচ্চ ২৯ করেন ওপেনার সাদামান। আর রিটায়ার্ড হার্ট হয়ে ফেরা লিটন করেন ২৪ রান।

ভারতের হয়ে ইশান্ত শার্মা নেন সর্বাধিক ৫ উইকেট। উমেশ যাদব শিকার করেন ৩ উইকেট। আর মোহাম্মদ শামি ঝুলিতে ভরেন ২ উইকেট।

বাংলাদেশ সময়: ১৫:০১:১১   ২৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ