শ্রীলংকা, ভূটান ও ইন্দোনেশিয়ার সাথে এফটিএ স্বাক্ষরের চেষ্টা চলছে - টিপু মুনশি

প্রথম পাতা » অর্থনীতি » শ্রীলংকা, ভূটান ও ইন্দোনেশিয়ার সাথে এফটিএ স্বাক্ষরের চেষ্টা চলছে - টিপু মুনশি
শনিবার, ২৩ নভেম্বর ২০১৯



---

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ২০২৪ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বেরিয়ে গেলে তখন অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তাই দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সহজ করতে হবে। এজন্য সরকার বিভিন্ন দেশের সাথে মূক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের চেস্টা করছে। এর অংশ হিসেবে শ্রীলংকা, ভূটান, ইন্দোনেশিয়ার সাথে এফটিএ স্বাক্ষরের আলোচনা চলছে।
শনিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি আয়োজিত ‘ব্যবসা সহজীকরণ: সামনের দিকে এগিয়ে নেয়া’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ববাণিজ্যে ভালো করতে হলে বাণিজ্যে দক্ষতা অর্জন ও জটিলতামুক্ত বাণিজ্যের পরিবেশ নিশ্চিত করতে হবে। সরকার সেই কাজই করে যাচ্ছে। তিনি বলেন, দেশের কর্মক্ষম যুবশক্তির প্রায় অর্ধেক নারী। এ বিপুল পরিমান নারী জনশক্তিকে পিছনে রেখে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই দেশে মহিলাদের ব্যবসার পরিবেশ সৃষ্টি করা হয়েছে। বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না।
তিনি আরো বলেন,আমাদের বিপুল কর্মক্ষম জনশক্তি রয়েছে। এদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে সরকার উদ্যোগ গ্রহণ নিয়েছে। কারিগরি শিক্ষায় বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। দেশে এখন পরিবেশ বান্ধব কারখানা গড়ে উঠেছে। তৈরি পোশাক রপ্তানিতে চীনের পর এখন ভিয়েতনাম বাংলাদেশের বড় প্রতিদ্বন্দ্বী। তাই ভিয়েতনামকে মোকাবেলায় ব্যবসা-বাণিজ্য সহজ ও দক্ষ করার করতে হবে।
বিসিআই প্রেসিডেন্ট আনোয়ারুল আলম চৌধুরীর (পারভেজ) সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট মো. শফিউল আলম মহিউদ্দিন বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২২:৩৬:৪৭   ২৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


শিল্প-কারখানায় প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করছে সরকার - শিল্পমন্ত্রী
সময়াবদ্ধ গৃহীত পরিকল্পনা মাফিক প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি নিশ্চিত করতে হবে - শিল্পমন্ত্রী
সাবরং ট্যুরিজম পার্কে পাঁচ তারকা হোটেল নির্মাণ হবে
বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে চায় পাকিস্তান
মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানির প্রবণতা কমে গেছে - অর্থমন্ত্রী
দেশে বর্তমানে ৩ লাখ ৩৫ হাজার ঋণখেলাপি - অর্থমন্ত্রী
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে কমিটি করা হয়েছে - বাণিজ্যমন্ত্রী
প্লাস্টিক পণ্যে সরকারি সহায়তা বাড়ানোর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
কিশোরগঞ্জে মসজিদের সিন্দুকে পাওয়া গেল ১৪ বস্তা টাকা
প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়োগ দিচ্ছে

আর্কাইভ