পেঁয়াজের বাজার কেন কব্জায় নেই, জানালেন কৃষিমন্ত্রী

প্রথম পাতা » গাজীপুর » পেঁয়াজের বাজার কেন কব্জায় নেই, জানালেন কৃষিমন্ত্রী
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯



---

বিদেশ থেকে পেঁয়াজ আনার পরও নিয়ন্ত্রণে নেই বাজার। পেয়াজের অস্বাভাবিক দাম কিছুতেই যেন নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

বৃহস্পতিবার সকালে গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাব দেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, ‘পেঁয়াজের চাহিদার তুলনায় আমদানি অপ্রতুল এবং মজুদে ত্রুটি থাকায় দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।’

মজুদে ত্রুটি থাকায় পেঁয়াজের দাম কব্জায় আসছে জানিয়ে মন্ত্রী বলেন, বৃষ্টির কারণে উত্তোলনের সময় কৃষক মজুদ করতে পারেনি। এ কারণে বাজারে পেঁয়াজের ঘাটতি ছিল। সেটি প্রভাব পড়েছে বাজারে।

পেঁয়াজ রফতানির ওপর ভারতের নিষেধাজ্ঞার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘ভারত পেঁয়াজের রফতানির ওপর নিষেধাজ্ঞা দেবে আমরা বুঝতে পারিনি। এখানে আমাদের হয়তো ভুল থাকতে পারে, আমাদের আগেই একটা জরিপ করা দরকার ছিল। কতটা উৎপাদন হয়েছে, কতটুকু আমরা আমদানি করব।’

ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীরের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবদুল মুঈদ, কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. কবির ইকরামুল হক ও কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. সায়েদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৫:০৯:২২   ২৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


উৎপাদনশীলতা দ্বিগুণ করতে আরো উন্নত জাতের ধান উদ্ভাবন করতে হবে - কৃষিমন্ত্রী
রাজধানীর আরব আমিরাত ভিসা সেন্টারে এসি বিস্ফোরণ, নিহত ১
কালিয়াকৈরে আগুনে পুড়ে নিহত চার, অর্ধ শতাধিক ঘর পুড়ে ছাই
মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৬ মার্চ - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
গাজীপুরে অজ্ঞান পার্টির ৪ সদস্য ও ৩ ছিনতাইকারী আটক
কালিয়াকৈরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সহযোগিতার আশ্বাস দিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কায় এসআই নিহত
গাজীপুরের কালিয়াকৈরে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১
কালিয়াকৈরে ভুয়া র‌্যাব সদস্যসহ আটক ২
বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আর্কাইভ