হজচুক্তি করতে সৌদি আরবে ধর্ম প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » হজচুক্তি করতে সৌদি আরবে ধর্ম প্রতিমন্ত্রী
সোমবার, ২ ডিসেম্বর ২০১৯



---

২০২০ সালের হজচুক্তি করতে সৌদি আরবে গেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।

সোমবার সন্ধ্যায় সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ধর্ম প্রতিমন্ত্রী। ৭ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে তার।

বুধবার সৌদি আরবের জেদ্দায় এ চুক্তি করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ধর্ম প্রতিমন্ত্রী। সৌদি আরবের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বিন তাহের বেনতেন।

বাংলাদেশ প্রতিনিধিদলে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে আছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান, অতিরিক্ত সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত গোলাম মসিহ; কনসাল জেনারেল, জেদ্দা এফ এম বোরহান উদ্দিন; কাউন্সেলর (হজ), জেদ্দা মো. মাকসুদুর রহমান প্রতিনিধিদলের সঙ্গে যুক্ত হবেন।

এবারের হজ চুক্তিতে বাংলাদেশের বর্তমান মুসলিম জনসংখ্যার ভিত্তিতে অতিরিক্ত ২০ হাজার বাংলাদেশির হজের অনুমতি চাওয়া হবে। বাংলাদেশের মোট হজযাত্রীর ৫০ শতাংশ হারে জেদ্দা এবং মদিনায় ফ্লাইট পরিচালনা এবং সৌদি আরব অংশের বাংলাদেশি শতভাগ হজযাত্রীর ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করার প্রস্তাব করা হবে। এছাড়া, চুক্তিতে মাশায়েরে মোকাদ্দাসায় সেবার মান উন্নত করার প্রস্তাব করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৪৯:১৮   ২০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ