বেঁচে থাকার সাহস, শক্তি ও উৎসাহ যোগায় প্যালিয়েটিভ কেয়ার - সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বেঁচে থাকার সাহস, শক্তি ও উৎসাহ যোগায় প্যালিয়েটিভ কেয়ার - সংস্কৃতি প্রতিমন্ত্রী
সোমবার, ২ ডিসেম্বর ২০১৯



---

জীবন চিরদিনের নয়। সবারই আয়ু ফুরিয়ে যায়, সবাইকে চলে যেতে হয় এ পৃথিবী ছেড়ে একদিন। বিষয়টি তীব্রভাবে উপলব্ধি করতে পারেন বিশেষততারা যারা আক্রান্ত হয়েছেন, কিংবা ভুগছেন নিরাময়-অযোগ্য কোনো জটিল অসুখে। ডাক্তারি তৎপরতা ফুরিয়ে আসার পর নিরাময়-অযোগ্য অসুখে আক্রান্ত রোগীর সামনে থাকে হাতে গোণা কয়েকটা দিন। এ ভারি এক দুঃসময় রোগাক্রান্ত ওই মানুষটি আর তার পরিবারের জন্য। ঠিক এ পরিস্থিতিতেই তার পাশে এসে দাঁড়ায় প্যালিয়েটিভ সেবাদাতা চিকিৎসক, সেবক ও কর্মীরা। তাদের এই মানবিক সহায়তা আর সমর্থন রোগীর চরম দুর্দিনে কাজ করে এক আলোকশিখার মতো। শারীরিক ও সামাজিক সেবা দিয়ে তারা মানুষটির জীবনের শেষ দিনগুলোকেও করে তোলে আত্মবিশ্বাসী, আনন্দময়। এই সেবা পাওয়ার অধিকার রয়েছে এ ধরনের পরিস্থিতির শিকার প্রতিটি মানুষের। তাই এই সোব কার্যক্রম ছড়িয়ে দিতে হবে দেশের সবখানে, প্রতিটি রোগীর দ্বারপ্রান্তে পৌঁছে দিতে হবে এই সেবা। গতকাল এসব কথা বলেছেন মাননীয় সংষ্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

‘বিশ্ব হসপিস অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার দিবস-২০১৯’ উপলক্ষে গতকাল সোমবার (২ ডিসেম্বর, ২০১৯) থেকে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদশর্নী, আলোচনা ও পাপেট শোসহ সাংষ্কৃতিক কার্যক্রমের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ভাষণ দানকালে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ জাতীয় যাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী এক্সিবিশন হলে অনুষ্ঠিত হচ্ছে ওই প্রদর্শনী। ‘আমার যত্ন, আমার অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব হসপিস অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার দিবস। এরই ধারাবাহিকতায় ওয়ার্ল্ড হসপিস অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার অ্যালায়েন্স, ওয়ার্ল্ড চাইন্ড ক্যান্সার এবং প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ নিরাময় অযোগ্য অন্তিম পর্যায়ের রোগীদের জীবনের ভোগান্তি ও সংগ্রামের গল্প নিয়ে আয়োজন করেছে ৩ দিনব্যাপী ওই আলোকচিত্র প্রদর্শনী।

প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশের সভাপতি জনাব সৈয়দ সাদেক মোঃ আলীর সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ- প্রাক্তন বিভাগিয় প্রধান প্যালিয়েটিভ মেডিসিন বিভাগ বিএসএমএমইউ।¡ বিশেষ অতিথি ছিলেন বিএসএমএইউর উপাচার্য অধ্যাপক ডা. কনককান্তি বড়ূয়া। উদ্বোধনী অধিবেশনের পর ছিল ‘পেন্সিল’ ও জনপ্রিয় কন্ঠশিল্পী তপুর ‘ইয়াত্রী’ ব্যান্ডের সঙ্গীত পরিবেশনা। উল্লেখ্য, পুরো অনুষ্ঠানটি পরিচালনায় থাকছে ’ইনভেন্টরস পাপেট’ এবং সহযোগিতায় থাকছে বেগ আর্ট ইন্সটিটিউট অফ ফটোগ্রাফী। কে এম জাহাঙ্গীর আলম, সাকিব প্রত্যয় ও জুথিকা দেউরি (গায়ত্রী), আবতাহী রহমান, উজান রহমান, জেরিন তাসমিন, প্রান্ত সাহা, তাসাওয়ার ইসলাম তৌসিফ এর ছবি আলোকচিত্র প্রদশর্নীতে স্থান পেয়েছে।

প্রসঙ্গত, অনুষ্ঠানের দ্বিতীয় দিন আজ ৩ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩ টায় প্রথম পর্বে ‘প্ল্যাটফর্ম’ ও প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ-এর আয়োজনে থাকছে ‘প্যালিয়েটিভ কেয়ার বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান’। দ্বিতীয় পর্বে বিকাল ৫ টায় প্যালিয়েটিভ কেয়ার বিষয়ক আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক থাকছেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। বিশেষ আলোচক হিসেবে থাকছেন অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য, বিএসএমএমইউ, এবং খালীদ হাসান, উপদেষ্টা, প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শারমিন লাকী। সবশেষে সন্ধ্যা ৬ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে ‘সায়ান’এর সাথে গানালাপন। অনুষ্ঠানের শেষদিন আগামীকাল বুধবার (৪ ডিসেম্বর) বিকাল ৪ টায় ‘স্বরশ্রæতি’ এর কবিতা আবৃত্তি দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর সন্ধ্যা ৫ টায় সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ার পরিবারের পরিবেশনায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। মিউজিশিয়ান সাহেদ ও তার ব্যান্ড ‘গাছ’ এর পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে।

বাংলাদেশ সময়: ২২:৩৮:২৭   ৪৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ