মাইলসের চার দশক পূর্তিতে গালা কনসার্ট

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাইলসের চার দশক পূর্তিতে গালা কনসার্ট
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯



---

প্রতিষ্ঠার চার দশক পূর্তি উপলক্ষে বিদেশে টানা শো করার পর এবার দেশে কনসার্ট শুরু করছে দেশের জনপ্রিয় ব্যান্ডদল মাইলস। ২৪ ডিসেম্বর ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে মাইলস আলোচনা সাপেক্ষে এ কনসার্টের ঘোষণা দেয়।

সে সময় মাইলসের পাশাপাশি উপস্থিত ছিলেন ওয়ারফেজ, ভাইকিংস, মাকসুদ, ফিডব্যাকসহ স্বনামধন্য কয়েকজন গীতিকার। দলটি জানিয়েছে, চল্লিশ বছর পূর্তির সর্বশেষ আয়োজনটি তারা বাংলাদেশেই রেখেছেন। অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ হিসেবে তাদের পাশাপাশি থাকছে অন্য জনপ্রিয় ব্যান্ডও। উপস্থিত দর্শক এবং ভক্তদের জন্য এদিন থাকবে বেশ কিছু সারপ্রাইজ।

থাকছে কনটেস্ট এ বিজয়ী ভক্তদের মাইলসের সঙ্গে গান গাওয়ার সুযোগ। বিষয়গুলো শিগগিরই জানানো হবে। মাইলসের এ আয়োজন প্রসঙ্গে মাকসুদ ও ঢাকা ব্যান্ডের অন্যতম সদস্য মাকসুদুল হক মাকসুদ বলেন, ‘মাইলসের প্রতিটি কাজই অনেক গোছানো। চল্লিশ বছর লম্বা একটা সময়। শুধু একজন ব্যান্ড সদস্য নয়, বন্ধু হিসেবে শুরু থেকেই সঙ্গে ছিলাম এখনও আছি।’ ওয়ারফেজের শেখ মনিরুল আলম টিপু বলেন, ‘একটা ব্যান্ডে চল্লিশ বছর পার হওয়ার পেছনে যত গল্প থাকে, শ্রম থাকে বা ত্যাগ থাকে এটা একটা সাধারণ মানুষ বুঝবে না। নিজেদের জনপ্রিয়তা একই রেখে এগিয়ে যাওয়া একটা বিশাল ব্যাপার। যা মাইলস করে দেখিয়েছে। নতুনদের জন্য মাইলস একটি অনুপ্রেরণার প্রতীক হয়ে আছে, থাকবে। তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা।’

অনুষ্ঠানে ফিডব্যাকের লাবু রহমান বলেন, ‘মাইলস শুধু একটি ব্যান্ডই নয়, একটি প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। এ প্রতিষ্ঠান একদিনে তৈরি হয়নি। মাইলসের সবাই প্রথম শ্রেণির মিউজিশিয়ান। সে কারণেই এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দলটি। তাদের এমন কিছু গান আছে যা পৃথিবীর শেষ পর্যন্ত থাকবে। মাইলসের এ কালের সাক্ষীতে আমরাও থাকছি।
ভাইকিংসের তন্ময় বলেন, ‘চল্লিশ বছর পার করা অনেক বড় একটি ঘটনা। মাইলস আমাদের জন্য একটি অনুকরণীয় ব্যান্ড। এটা দেখে আসছি আমাদের সময় থেকে এখন পর্যন্ত। তাদের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে।’

বাংলাদেশ সময়: ১৫:০৯:০০   ১৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ