শ্রীলংকার প্রধান কোচ আর্থার, সহকারী গ্র্যান্ট ফ্লাওয়ার

প্রথম পাতা » খেলাধুলা » শ্রীলংকার প্রধান কোচ আর্থার, সহকারী গ্র্যান্ট ফ্লাওয়ার
বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯



---

শ্রীলংকার প্রধান কোচ হচ্ছেন মিকি আর্থার। তার সহকারী হচ্ছেন গ্র্যান্ট ফ্লাওয়ার, ডেভিড সাকের ও শেন ম্যাকডারমট। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, আর্থারের সঙ্গে ২ বছর মেয়াদে চুক্তি করেছে লংকান ক্রিকেট বোর্ড (এসএলসি)। সবকিছুই ঠিকঠাক, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার পালা।

ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বলছে, শ্রীলংকার হেড কোচ হচ্ছেন দক্ষিণ আফ্রিকার আর্থার। ব্যাটিং কোচ হবেন জিম্বাবুয়ের ফ্লাওয়ার। বোলিং-ফিল্ডিং কোচ হচ্ছেন অস্ট্রেলিয়ার সাকের ও ম্যাকডারমট।

এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন, তারা সবাই ২ বছরের চুক্তিতে যোগ দিচ্ছেন।

এ নিয়ে গেল ৮ বছরের মধ্যে ১১তম হেড কোচ হচ্ছেন আর্থার। তার প্রথম চ্যালেঞ্জ পাকিস্তান সফর। লংকানদের সঙ্গে যোগ দেয়ার আগে পাক দলের কোচ ছিলেন তিনি।

নতুন নিয়োগ সত্ত্বেও শ্রীলংকার আগের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে চুক্তিতে রয়ে গেছেন।

ফ্লাওয়ার শুধু লংকার ওয়ানডে দলের ব্যাটিং কোচ হচ্ছেন। ২ ম্যাচ টেস্ট সিরিজ খেলতে চলতি মাসে পাকিস্তান সফরে যাচ্ছে তারা। তবে সেই সফরে যাবেন না তিনি।

গ্র্যান্ট না যাওয়ায় এ ট্রানজিশন সময়ে দলকে সহায়তা করতে দেশটিতে যাবেন অন্তর্বর্তীকালীন প্রধান কোচ রমেশ রত্নায়েকে।

বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে না পারায় আর্থারকে বরখাস্ত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও তার অধীনে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জেতে আনপ্রেডিক্টেবল দলটি। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের এক নম্বরেও ওঠে তারা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রেঞ্জার্সের প্রধান কোচ হওয়ার প্রস্তাব ছেড়ে আর্থারের সহকারী হিসেবে যোগ দিচ্ছেন ফ্লাওয়ার। এর আগে পাকিস্তানেও একই ভূমিকায় ছিলেন তারা।

সাকের গেল ১০ বছর বোলিং কোচ ছিলেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের গুরু হন তিনি। তবে লংকান প্রস্তাব পেয়ে মার্কিনিদের দায়িত্ব ছেড়ে দিয়েছেন এ ক্রিকেট বিশেষজ্ঞ।

আর ফিল্ডিং কোচ ম্যাকডারমট দক্ষিণ অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের হাই-পারফরম্যান্স কোচের দায়িত্ব পালন করছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২৩:৩২   ২৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ