৩৩ দিন পর নগর ভবনে মেয়র আইভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৩৩ দিন পর নগর ভবনে মেয়র আইভী
সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮



---হকার ইস্যু নিয়ে সংঘর্ষের ঘটনার ৩৩ দিন পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে নিজ কক্ষে অফিস করেছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। সোমবার বেলা ১১টায় তিনি নগর ভবনে দাপ্তরিক কাজ শুরু করেন।

মেয়রের ব্যক্তিগত সহকারী (পিএ) আবুল হোসেন নিউজ২নারায়ণগঞ্জকে জানান, সোমবার বেলা ১১টা থেকে মেয়র দাপ্তরিক কাজকর্ম শুরু করেন। এ সময় তিনি বিভিন্ন কর্মকর্তার সঙ্গে আলোচনা করেন।

এর আগে সকালে শহরের ডিআইটি পুরাতন জিমখানায় অবস্থিত কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রসার সীমানা প্রাচীর নির্মাণ কাজ উদ্বোধন করেন আইভী। সকাল ১০টায় তিনি ওই নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন।

গত ১৬ জানুয়ারি হকার ইস্যুতে শহরে সংঘর্ষের ঘটনার দিন তিনি আহত হন। নগর ভবন থেকে পায়ে হেঁটে চাষাঢ়া আসার পথে ওই সংঘর্ষ ঘটে। ইটপাটকেলে মেয়র মাটিতে লুটিয়ে পড়লে তার নেতাকর্মীরা মানবপ্রাচীর তৈরি করে আইভীকে রক্ষা করেন। দুই দিন পর ১৮ জানুয়ারি সিটি করপোরেশনের নগর ভবনে দাপ্তরিক কাজ করার সময়ে তিনি অসুস্থ হলে দ্রুত ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ২৩ জানুয়ারি আইভী বাসায় ফিরে আসেন। এর দুই দিন পর তিনি চলে যান আজমির শরিফ। দেশে এসেও তিনি সিটি করপোরেশনের নগর ভবনে যেতে পারেননি। বাড়িতে বসেই গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ করেন। পরে ১১ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। ফিরে আসেন গত ১৭ ফেব্রুয়ারি রাতে। এরপর থেকে আর নগর ভবনে আসেনি মেয়র।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:০৮   ২৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ