টি-টোয়েন্টিতে এখনও সঠিক কম্বিনেশন খুঁজছি: রিয়াদ

প্রথম পাতা » খেলাধুলা » টি-টোয়েন্টিতে এখনও সঠিক কম্বিনেশন খুঁজছি: রিয়াদ
সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮



---টেস্ট ও ওয়ানডেতে মোটামুটি ভালো করতে পারলেও টি-টোয়েন্টিতে খুবই খারাপ অবস্থা বাংলাদেশের। ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে একের পর এক হেরেই চলেছে টাইগাররা। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানান, টি-টোয়েন্টি ফরম্যাটে দল এখনও সঠিক কম্বিনেশন খুঁজছে। ভালো কম্বিনেশন না পেলে সামনে আরও খারাপ অবস্থা অপেক্ষা করছে।

মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘এক ওভারে ১৫ রান দেয়ার পরও আপনাকে উইকেট নিতে হবে। শ্রীলঙ্কার ওপেনিং বোলার রান দেয়ার পরও দুইটি উইকেট নিয়েছে। পাওয়ারপ্লেতে এটি তাদের সাহায্য করেছে।’

তিনি আরও বলেন, ‘টি-টোয়েন্টিতে প্রথম ছয় ওভার খুবই গুরুত্বপূর্ণ। উইকেট হারালেও আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের চড়াও হতে হবে। বোলারদের অবশ্যই ইনিংসের শুরুতেই উইকেট নিতে হবে। এছাড়া টি-টোয়েন্টি ম্যাচে টিকে থাকা কঠিন। ডেলিভারি বাউন্সার, ইয়র্কার অথবা স্লোয়ার হতে পারে। কিন্তু আপনাকে উইকেট নিতে হবে।’

তিনি বলেন, ‘দলে নতুন যারা জায়গা পেয়েছে সবাই সম্ভাবনাময়ী। আমি মনে করি, আমরা এখনও টি-টোয়েন্টিতে সঠিক কম্বিনেশন খুঁজছি। আশা করি, দ্রুত আমরা তা পেয়ে যাব। তাছাড়া টি-টোয়েন্টিতে আমাদের জন্য আরও কঠিন সময় অপেক্ষা করছে।’

গতকাল শেষ হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজটি শ্রীলঙ্কা জিতে নিয়েছে ২-০ ব্যবধানে। সিরিজের প্রথম ম্যাচে ছয় উইকেটে ও দ্বিতীয় ম্যাচে ৭৫ রানে হেরে যায় বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৫:৪২:৫৪   ২৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ