ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ‘সাব-ইনস্পেক্টর’ পুরস্কার পেলেন শহীদুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ‘সাব-ইনস্পেক্টর’ পুরস্কার পেলেন শহীদুল
বুধবার, ১৪ মার্চ ২০১৮



---বিভিন্ন বিষয়ে কর্মদক্ষতার অবদানস্বরূপ ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ‘সাব-ইনস্পেক্টর’ উপাধিতে ভূষিত হয়েছেন আশুলিয়া থানার সাব-ইনস্পেক্টর (এসআই) শহীদুল ইসলাম (পিপিএম)।

বুধবার সকালে ঢাকা রেঞ্জের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল (ডিআইজি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন তার কার্যালয়ে সাব-ইনস্পেক্টর শহীদুল ইসলামের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

এসময় ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানসহ আটটি জেলার পুলিশ সুপার উপস্থিত ছিলেন।

সাব-ইনস্পেক্টর শহীদুল ইসলাম বলেন, এ ধরনের পুরস্কার তাদের মত পুলিশ কর্মকর্তাদের ভালো কাজে প্রেরণা যোগাবে। আর এই সম্মানে তাকে ভূষিত করায় বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞ তিনি।

সাব-ইনস্পেক্টর শহীদুল ইসলাম ১৯৯৭ সালে পুলিশে যোগদান করেন। বর্তমানে তিনি শিল্পাঞ্চল খ্যাত আশুলিয়া থানায় সাব-ইনস্পেক্টর হিসেবে কর্মরত আছেন। তিনি নীলফামাড়ী জেলার ডিমলা থানার পূর্ব ছাতনাই গ্রামের মো. হাফিজ উদ্দিনের ছেলে।

প্রসঙ্গত, ঢাকা রেঞ্জের আওতাধীন ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর জেলায় দায়িত্বরত পুলিশ অফিসারদের ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসের জন্য শ্রেষ্ঠত্বের পদক প্রদান করা হয়। এদের মধ্যে দুইজন পুলিশ সুপার, চারজন সাব-ইনস্পেক্টরসহ মোট ১৪ জনের নাম রয়েছে।

বাংলাদেশ সময়: ২১:১৪:০০   ৩৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ