চট্টগ্রাম বন্দর থেকে বেশ কিছু কনটেইনার উধাও!

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম বন্দর থেকে বেশ কিছু কনটেইনার উধাও!
বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮



---কাগজে-কলমে থাকলেও চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা হেফাজত থেকে বেশ কিছু কনটেইনার উধাও হয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এসব কনটেইনারের অবস্থান জানতে এরই মধ্যে বন্দর কর্তৃক্ষকে চিঠি দিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষও ‘উধাও’ হয়ে যাওয়া কনটেইনারের নম্বরসহ সুনির্দিষ্ট সংখ্যা জানানোর জন্য বুধবার উল্টো চিঠি দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষকে।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমার ফারুক রাত সাড়ে ৮টায় যুগান্তরকে বলেন, কাস্টমস কর্তৃপক্ষ আমদানি পণ্যভর্তি ৬০টি কনটেইনার কাগজে-কলমে থাকলেও বন্দরের নিরাপত্তা হেফাজতে পাওয়া যাচ্ছে না উল্লেখ করে চিঠি দিয়েছে মঙ্গলবার। আবার কাস্টমস কমিশনার একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ১ হাজার কনটেইনার পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় আমরা বুধবার কাস্টমস কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বলেছি কনটেইনারের নম্বরসহ সুনির্দিষ্ট সংখ্যা জানাতে। গড়পড়তা এভাবে কনটেইনার উধাও হয়ে যাওয়ার অভিযোগ করাটা সমীচীন নয়।

এদিকে চট্টগ্রাম কাস্টমসের অতিরিক্ত কমিশনার শফিউদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন, কাগজে-কলমে থাকলেও চট্টগ্রাম বন্দরে বেশ কিছু কনটেইনার খুঁজে না পাওয়ায় একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির প্রধান তিনি। কমিটি কাজ করছে। এখনও পর্যন্ত কতসংখ্যক কনটেইনার উধাও হয়েছে তা জানা যায়নি, তবে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১১:১৯:০৬   ৪৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছাড়ালো
গুলির উৎস খুঁজতে গিয়ে মিলল অস্ত্রের কারখানা!
ফেনী শর্শদীর ইউপি চেয়ারম্যান সাময়িক বহিষ্কৃত
চট্টগ্রামের নির্বাচনেও মাঠে ছিল না বিএনপি - তথ্যমন্ত্রী
সহিংসতা-সংঘর্ষ-ইভিএম ভাঙচুর: ২ কেন্দ্রের ভোট স্থগিত
অপহরণের ৫ দিন পর মাদরাসাছাত্র উদ্ধার, আটক বাবুর্চি
চট্টগ্রামে আওয়ামী লীগ প্রার্থীর স্ত্রীর ওপর বিএনপির হামলা
মধ্যরাতে বন্যহাতির তাণ্ডব, প্রাণ গেল ২ কিশোরের
বিত্ত কখনো রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে না - তথ্যমন্ত্রী

আর্কাইভ