মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলেন ১৩ লাখ ৪৩ হাজার মানুষ

প্রথম পাতা » আন্তর্জাতিক » মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলেন ১৩ লাখ ৪৩ হাজার মানুষ
শুক্রবার, ৮ মে ২০২০



---

করোনাভাইরাসে মৃত্যু কিছুতেই থামছে না। বিশ্বব্যাপী প্রাণহানি ২ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। তবে আশার কথা হচ্ছে– ১৩ লাখ ৪৩ হাজার মানুষ করোনামুক্ত হয়েছেন, তারা মৃত্যুকে কাছ থেকে দেখেছেন। এখন তারা নতুন জীবনের স্বপ্ন বুনছেন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের ৩৯ লাখ ১৭ হাজার ৯৯১ জন। তাদের মধ্যে বর্তমানে ২৩ লাখ ৪ হাজার ২৯৬ জন চিকিৎসাধীন এবং ৪৮ হাজার ৯৫৮ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

আর মারা গেছেন ২ লাখ ৭০ হাজার ৭৪০ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন ১৩ লাখ ৪৩ হাজার ৫৪ জন।

ওয়ার্ল্ডওমিটার আরও জানায়, কোভিড-১৯ রোগে যুক্তরাষ্ট্রে আক্রান্ত ১২ লাখ ৯২ হাজার ৬২৩ জন এবং সেরে উঠেছেন দুই লাখ ১৭ হাজার ২৫০ জন। স্পেনে আক্রান্ত দুই লাখ ৫৬ হাজার ৮৫৫ জন এবং সেরে উঠেছেন এক লাখ ৬৩ হাজার ৯১৯ জন। ইতালিতে দুই লাখ ১৫ হাজার ৮৫৮ আক্রান্তের বিপরীতে সুস্থ হয়েছেন ৯৬ হাজার ২৭৬ জন এবং ফ্রান্সে মোট আক্রান্ত এক লাখ ৭৪ হাজার ৭৯১ জনের বিপরীতে সেরে উঠেছেন ৫৫ হাজার ২৭ জন।

এ ছাড়া চীনে ৭৭ হাজার ৯৯৩ জন, জার্মানিতে এক লাখ ৪১ হাজার ৭০০, ইরানে ৮২ হাজার ৭৪৪, বেলজিয়ামে ১২ হাজার ৯৮০, ব্রাজিলে ৫৫ হাজার ৩৫০, ভারতে ১৬ হাজার ৭৭৬, ইসরাইলে ১০ হাজার ৮৭৩, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৪৮৪, সৌদি আরবে ৭ হাজার ৭৯৮, পাকিস্তানে ৬ হাজার ৪৬৪, অস্ট্রেলিয়ায় ৬ হাজার ৭৪ জন, জাপানে ৪ হাজার ৯১৮, মালয়েশিয়ায় ৪ হাজার ৭৭৬ ও ইন্দোনেশিয়ায় দুই হাজার ৩৮১ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম দেখা দেয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশ সময়: ১৫:০১:২১   ১০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ