টিভিএসের জনপ্রিয় স্পোর্টস বাইক আরটিআর সিরিজ। এই সিরিজে এলো মডেল। এটি আরটিআর ১৬০ ফোর ভি। এর আগে টিভিএস আরটিআর ১৬০ বাজারে ছাড়ে।
বাইকটিতে আছে ১৫৯.৭ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন। এর ম্যাক্স পাওয়ার ১৬.২৮ বিএইচপি@৮০০০ আরপিএম। ম্যাক্স টর্ক ১৪.৮ এনএম@৬৫০০ আরপিএম।
৫ স্পিড গিয়ার ট্রান্সমিশনের বাইকটিতে ওয়েট মাল্টিপল প্লেট ক্লাচ ব্যবহার করা হয়েছে। এতে আছে ১২ লিটারের ফুয়েল ট্যাঙ্ক। রিজার্ভ ট্যাঙ্কে জ্বালানির ধারণ ক্ষমতা ২.৫ লিটার।
নতুন আরটিআর বাইকটি কিক ও ইলেকট্রিক দুভাবেই স্টার্ট দেয়া যাবে। এর সামনে চাকায় ডিস্ক ব্রেক থাকলেও পেছনের চাকায় ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে।
১৪৩ কেজি ওজনের বাইকটিতে ১২ ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এর সামনের চাকায় রয়েছে টেলিস্কোপিক ফর্কস। পেছনে আছে মনোশক্স অ্যাবসর্ভার।
টিউবলেস টায়ার সমৃদ্ধ বাইকটিতে ৩৬০ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে।
ভারতের বাজারে বাইকটি বিক্রি হচ্ছে ৮৭ হাজার ১৭৮ রুপিতে।
বাংলাদেশ সময়: ১৩:০০:২০ ৩২৩ বার পঠিত