দীপু তার দলবল নিয়ে নায়লাদের বাসায় এসেছে বাড়িটি দখল করবে বলে। শহরের এক নম্বর সন্ত্রাসী খান তাকে এই কাজ দিয়েছে। নায়লার বাবা বাসায় ছিল না, তবুও সে উপায় না দেখে বাড়ি ছাড়তে রাজি হয়, তবে সে সাতদিন সময় চায়। সাতদিনের নোটিস দিয়ে চলে যায় দীপু।
বাসায় ফিরেই দীপু তার বাবার সামনে পড়ে। বাবার সামনে সে ভদ্র ও বিনয়ী। বাবা ঘোষণা দেন, সে আজই দীপুর জন্য মেয়ে দেখতে যাবেন। বাধ্য ছেলের মতো দীপু বাবার সঙ্গে মেয়ের বাড়ি যায়, যে বাড়িতে সে আজ সকালে গুণ্ডাপাণ্ডা নিয়ে এসেছিল…!
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় ‘একটি পারিবারিক প্রেম কাহিনী’ নাটকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, পিয়া বিপাশা, মিশু সাব্বির, প্রাণ রায়, আমিরুল হক চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি, জর্জ, আহসানুল হক মিনু, সোহেল খান, বৃষ্টি প্রমুখ।
নাটকটি প্রসঙ্গে রাজ বলেন, ‘এর আগেও নাটকটি এনটিভিতে প্রচারিত হয়েছিল। তখন ভালো সাড়া পেয়েছিলাম। আবারও নাটকটি এনটিভি কর্তৃপক্ষ প্রচারের সিদ্ধান্ত নিয়েছে। এটি ইতিবাচক ব্যাপার। আশা করছি, এবারও নাটকটি অনেক দর্শক দেখবেন। নাটকটিতে সমসাময়িক অনেক ঘটনা তুলে ধরা হয়েছে।’
পরিচালনার পাশাপাশি নাটকটি লিখেছেনও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। সাত পর্বের ধারাবাহিক নাটকটি এনটিভিতে আজ থেকে প্রতি রবিবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে।
বাংলাদেশ সময়: ১৩:০১:৪৬ ৩৩১ বার পঠিত