সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র উৎসব

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র উৎসব
সোমবার, ১৯ মার্চ ২০১৮



---স্বাধীনধারার চলচ্চিত্র নির্মাণকে উৎসাহ দিতে দ্বিতীয়বারের মতো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে চার দিনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

রবিবার সকালে দ্বিতীয় সিলেট চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ডু, প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়, প্রফেসর ড. জীবন কৃষ্ণ সাহা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্যে অতিথিরা বলেন, সিলেট চলচ্চিত্র উৎসবের যাত্রা শুরু হওয়ার পরে স্বল্পসময়ে আন্তর্জাতিক অঙ্গনে ভাল সাড়া জাগিয়েছে। স্বাধীনধারার চলচ্চিত্র নির্মাতাদের জন্য অচিরেই এই উৎসব ভাল প্ল্যাটফর্ম হয়ে দাঁড়াবে।

এবারের আসরে ১২২টি দেশ থেকে ২ হাজার ৮০৮টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে। এরমধ্যে বাছাইকৃত ৯৭টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।

এছাড়াও প্রদর্শিত হবে পাঁচটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উৎসব প্রাঙ্গণে চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসব চলবে ২১ মার্চ পর্যন্ত।

এবারের উৎসবে জুরি হিসেবে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা আশরাফ শিশির, চলচ্চিত্র নির্মাতা মুক্তাদির ইবনে সালাম, অভিনেতা মনোজ কুমার।

উৎসবের উপদেষ্টা হিসেবে প্রথম আসরের মত এবারও আছেন উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র উৎসব পরামর্শকারী প্রেমেন্দ্র মজুমদার।

উদ্বোধনী দিনে বিকাল পাঁচটায় প্রদর্শিত হয় চলচ্চিত্র নির্মাতা মোর্শেদুল ইসলামের চলচ্চিত্র ‘আঁখি ও তার বন্ধুরা’।

বাংলাদেশ সময়: ১২:২১:৫৭   ৩৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ