রোহিঙ্গা ইস্যুতে অস্ট্রেলিয়ার সমালোচনা অ্যামনেস্টির

প্রথম পাতা » আন্তর্জাতিক » রোহিঙ্গা ইস্যুতে অস্ট্রেলিয়ার সমালোচনা অ্যামনেস্টির
মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮



---রোহিঙ্গা ইস্যুতে অস্ট্রেলিয়ার ‘নরম মনোভাব’ বাদ দিয়ে মিয়ানমারের প্রতি কঠোর হতে আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চির সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের ‘নরম’ অবস্থান নেয়ারও সমালোচনা করেছে এ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।

অ্যামনেস্টি অস্ট্রেলিয়ার জাতীয় পরিচালক ক্লাইরি মালিনসন বলেন, ‘রাখাইনের পুরো ঘটনার বিষয়ে সেখানে জাতিসংঘের তদন্ত করতে না দেয়া পর্যন্ত কোনো পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করা খুব কঠিন। রাখাইনে সংঘটিত বিষয়গুলোর ব্যাপারে অস্ট্রেলিয়াকে আরো কঠোর প্রতিবাদ জানাতে হবে। মিয়ানমারের প্রতি ‘নরম’ মনোভাব কোনো কাজেই আসছে না।’

রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনের সব প্রমাণ থাকার পরও অস্ট্রেলিয়া এখনও মিয়ানমারের সামরিক বাহিনীকে সহায়তা করে যাচ্ছে বলে অভিযোগ করে ক্লাইরি মালিনসন গার্ডিয়ান অস্ট্রেলিয়াকে বলেন, ‘বরং মিয়ানমারের এই বর্ণবাদী শাসন বন্ধ করতে সহায়তা ও সম্পদ ব্যবহার করা অনেক জরুরি।’

রাখাইনের ওপর অ্যামনেস্টির তোলা স্যাটেলাইট চিত্রের কথা তুলে ধরে মালিনসন বলেন, ‘তারা (মিয়ানমার সেনাবাহিনী) বুলডোজার দিয়ে রোহিঙ্গাদের বাড়িঘর ও মসজিদ গুড়িয়ে দিয়েছে। সেখানে সামরিক ঘাঁটি নির্মাণ করছে। তাই রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের তেমন কোনো সম্ভাবনা নেই।’

সিডনির লোয়ে ইনস্টিটিউটে সু চির সোমবারের নির্ধারিত ভাষণ বাতিলেরও সমালোচনা করেন এই মানবাধিকার কর্মকর্তা। ভাষণে সু চিকে ‘বর্ণবাদী শাসনের অবসান’ ও সামরিক বাহিনীর কর্মকাণ্ডের নিন্দা জানানোর সুযোগ পাওয়া যেত বলে অভিমত তার।

প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব ১০ দেশের জোট আসিয়ানের বিশেষ সম্মেলনের জন্য অস্ট্রেলিয়া সফরে রয়েছেন মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা ও দেশটির কার্যত সরকার প্রধান (ডি-ফ্যাক্টো) অং সান সু চি। সোমবার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সূত্র: দ্য গার্ডিয়ান

বাংলাদেশ সময়: ১৬:০৯:৪৯   ৩০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ