ঘরোয়া ক্রিকেটে যেন উড়ন্ত মোহাম্মদ আশরাফুল। ঢাকা প্রিমিয়ার লিগে রীতিমতো উড়ছেন তিনি। চলতি মৌসুমে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন। আজ বিকেএসপিতে কলাবাগান ক্রীড়াচক্রের হয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১২৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। তার নৈপুণ্যেই ৪৭.৫ ওভারে ২৬০ রান করেছেন কলাবাগান।
যানজটের কারণে ৩০ মিনিট দেরিতে ম্যাচটি মাঠে গড়ায়। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে কলাবাগান। ২০ রানে মুনিম শাহরিয়ারের উইকেট হারানোর পর মাঠে নামেন আশরাফুল। ওপেনার ওয়ালিউল করিমকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ও মাহমুদুল হাসানকে নিয়ে তৃতীয় উইকেটে বড় দুটি জুটিতে মূল অবদান জাতীয় দলের এক সময়ের সেরা এই ব্যাটসম্যানের।
ওয়ালিউল করিমকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৮৫ ও মাহমুদুলকে নিয়ে ততীয় উইকেটে ৮২ রানের জুটি গড়েন। এর মধ্যেই সেঞ্চুরি পূর্ণ হয় তার। ১২৪ বল খেলে ১৩টি চার ও ছক্কা ৩টি ছক্কার মারে করেছেন ১২৭ রান। শেষ পর্যন্ত বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের বলে এলবিডব্লু হয়ে ফেরেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
২০১৩ সালে স্পট ফিক্সিংয়ের কারণে নিষিদ্ধ হয়েছিলেন আশরাফুল। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর এই প্রথম ছন্দে ফিরেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে আগেও দুটি সেঞ্চুরি করেন। একটি অগ্রণী ব্যাংকের বিপক্ষে (১০২), অন্যটি প্রাইম দোলেশ্বরের বিপক্ষে। এছাড়া ফিফটি পেয়েছেন রূপগঞ্জের বিপক্ষে।
বাংলাদেশ সময়: ১৬:৪৩:১৩ ২৮৪ বার পঠিত