ভারতে পাচারকালে যশোর জেলার বেনাপোলের সাদীপুর সীমান্ত থেকে আজ বুধবার সকালে ১ কোটি টাকা মূল্যের ২০টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি তারা।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, সাদীপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন গোপন খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় ২০টি স্বর্ণের বার জব্দ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে স্বর্ণ পাচারকারী পালিয়ে যায়।
তিনি আরও জানান, জব্দকৃত স্বর্ণের ওজন ২ কেজি যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি টাকা। স্বর্ণগুলো বেনাপোল কাস্টমস হাউজে জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:০১:২২ ২৯৫ বার পঠিত