চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নৌকার আদলে নির্মিত হয়েছে বিশাল মঞ্চ। এ মঞ্চে দাঁড়িয়ে বুধবার বিকালে ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরই মধ্যে বুধবার সকালে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। প্রায় দেড় যুগ আগে সর্বশেষ পটিয়া এসেছিলেন তিনি। তবে প্রধানমন্ত্রী হিসেবে এটাই তার প্রথম পটিয়া আগমন। তার এ আগমন ঘিরে গোটা বন্দরনগরীজুড়ে সাজ সাজ রব। বিশেষ করে কর্ণফুলি নদীর দক্ষিণপ্রান্তের উপজেলাগুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ। ব্যানার-ফেস্টুনে বর্ণিল রঙে ফুটে উঠেছে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে নানা ‘শুভেচ্ছা বার্তা’।
বিকালে পটিয়া পৌঁছে প্রধানমন্ত্রী পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করেছে। প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৮০ ফুট দৈর্ঘের ও ৩২ ফুট প্রস্থের বিশাল নৌকাকৃতির মঞ্চ। সমাবেশে যোগদানকারীদের জন্য রাখা হয়েছে তিনটি প্রবেশপথ।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে ও জনসভায় বিপুল জনসমাগমের প্রস্তুতি নিয়েছেন মহানগর ও উত্তর-দক্ষিণ জেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত কয়েকদিন ধরে জোরালো মাইকিং হয়েছে চট্টগ্রামজুড়ে। ব্যানার-ফেস্টুন ছাড়াও সড়কের দুই ধারে বড় বড় বিলবোর্ডে সচিত্র তুলে ধরা হয়েছে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সাফল্য। এছাড়া প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে স্থাপন করা হয়েছে অনেক তোরণ।
জানা যাচ্ছে, বর্তমান সরকারের শেষ মুহূর্তের প্রধানমন্ত্রীর এই চট্টগ্রাম সফর থেকে বেশ কিছু ঘোষণা আসতে পারে। তিনি চট্টলবাসীকে উপহার দেবেন ৪২টি উন্নয়ন প্রকল্প। এর মধ্যে উদ্বোধন করা হবে ১৪টি প্রকল্প। আর ভিত্তিপ্রস্তর করা হবে ২৮টি।
বৃটিশবিরোধী আন্দোলনসহ নানা ঐতিহাসিক কারণে বিখ্যাত পটিয়ায় প্রধানমন্ত্রীর জনসভাকে পটিয়ার ইতিহাসে সবচেয়ে বড় জনসভা করার লক্ষ্য নিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ। এরইমধ্যে জনসভার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। নেতাকর্মীদের অপেক্ষা শুধু প্রিয় নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।
বাংলাদেশ সময়: ১৫:০৬:০৮ ৪৯১ বার পঠিত