নারায়ণগঞ্জে সীমাহীন সমস্যায় জর্জরিত নগরবাসী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে সীমাহীন সমস্যায় জর্জরিত নগরবাসী
শুক্রবার, ৫ জুন ২০২০



---

সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের দিক দিয়ে নারায়ণগঞ্জের অবস্থান দ্বিতীয়। বর্তমান পরিস্থিতির কারণে নগরবাসী চিন্তিত রয়েছেন। তার মধ্যে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা, যেখানে সেখানে ময়লার স্তুপ, মশার উপদ্রব, যানজট, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, এই দুর্দিনে ট্যাক্স আদায়সহ নানা সমস্যায় জর্জরিত হয়ে থাকায় ভাল নেই নগরবাসী। তবে এই সমস্যা নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী। তারা বলছেন, করোনা ভাইরাস মোকাবেলায় নারায়ণগঞ্জের জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের জন্য কাজ করার কথা থাকলেও নাসিক মেয়র সেলিনা হায়াত আইভীসহ অধিকাংশ কাউন্সিলরের অবস্থান ছিল প্রশ্নবিদ্ধ। হাতেগুনা কয়েকজন কাউন্সিলরই জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। বিপরিত মেয়র আইভী ছিলেন নিশ্চুপ। নাসিক এলাকায় বিভিন্ন সময়ে ব্যাপক উন্নয়ণের কথা বললেও এই দুর্দিনে নগরবাসীদের পাশে তেমন সক্রিয় ভূমিকায় দেখা যায়নি। নাসিকের পক্ষ থেকে ত্রাণ বিতরণ ও করোনা ভাইসাসে আক্রান্তদের নমুনা সংগ্রহ করার কথা দাবী করা হলেও তা শুধুই নাম মাত্র। এই করোনার মধ্যে নতুন করে জলাবদ্ধতার সমস্যায় পড়েছেন নগরবাসী। অপরিকল্পত ভাবে নগর উন্নয়ণের কারণে সামান্য বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। গতকাল বৃহস্পতিবার এক ঘন্টার বৃষ্টিতে পানিতে তলিয়ে যায় শহরের প্রধান প্রধান সড়কগুলো। এরই মধ্যে আবার শহরের বিভিন্ন স্থানে রয়েছে ময়লার স্তুপ। সড়কের পাশেই ময়লার স্তুপের কারণে একদিকে পরিবেশ দূষিত হচ্ছে অন্যদিকে ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। ডেঙ্গু প্রতিরোধে নাসিকের পক্ষ থেকে নানা উদ্যোগের কথা বলা হলেও বাস্তবে মশা নিধনে কার্যকরী তেমন ভূমিকা দেখা যায়নি। এদিকে, গত সোমবার থেকে নারায়ণগঞ্জে গণপরিবহন চালু হয়েছে। কিন্তু গণপরিবহনে ভাড়া বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন নগরবাসী। তারমধ্যে আবার গণপরিবহন চালু হওয়ার পর পরই শহরে যানজটের সমস্যা আগের অবস্থানে ফিরেছে। এছাড়াও করোনা আক্রান্ত হলে যথাযথ চিচিৎসাও পাচ্ছেছন না নগরবাসী। সবমিলিয়ে ভাল নেই নারায়ণগঞ্জবাসী। তবে এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমালোচনার মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী। ট্যাক্স দিয়ে নাগরিক সকল সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন নগরবাসী। এছাড়াও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াত আইভী পেশায় একজন চিকিৎসক। একজন জনপ্রতিনিধির পাশাপাশি একজন চিকিৎসক হওয়ায় বর্তমান করোনা মহামারিতে আইভীর কাছে নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা ছিলো আকাশচুম্বি। কিন্তু মেয়র হিসেবে জনগণের পাশে দাঁড়ানোর বা দুস্থ অসহায় মানুষের দ্বারে দ্বারে ছুটে বেড়ানোর কথা থাকলেও লকডাউনের দুই মাসে বাসা থেকেই বের হননি তিনি। যে নারায়ণগঞ্জবাসী বারবার ভোট দিয়ে সেলিনা হায়াত আইভীকে মেয়র নির্বাচিত করেছেন, চরম দু:সময়ে তারা তাদের সেই প্রিয় মেয়রকে খুঁজেই পেলেন না। লকডাউনে কর্মহীন অসহায় মানুষের মাঝে সরকারি ত্রাণ ছাড়া ব্যক্তিগত ত্রাণ নিজের হাতে এক মুঠো চাল দিতেও দেখা যায়নি তাকে। সরকারী ত্রাণের পাশাপাশি জনপ্রতিনিধিরা তাদের ব্যক্তিগত তহবিল থেকেও সাধারণ মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকলেও নাসিক মেয়র আইভী সে কাজটিও করেননি। যা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন মেয়র সেলিনা হায়াত আইভী।

তথ্য সুত্র : ডান্ডিবার্তা

বাংলাদেশ সময়: ১৯:০৩:১০   ৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ